স্কুলে প্রার্থনার পর একটি নতুন কাজ করতেই হবে ছাত্রছাত্রীদের, কোথায় চালু হল এই ব্যবস্থা
দেশের এক প্রান্তে সরকারি স্কুলে শুরু হল এক নতুন ব্যবস্থা। যা ছোটদের মধ্যে টিভি বা মোবাইল দেখার প্রবণতা কমাবে। প্রার্থনার পর প্রতিদিন করতে হবে এই কাজ।
দেশজুড়েই পড়ুয়াদের মধ্যে স্ক্রিন টাইম বেড়ে যাওয়া একটা বড় সমস্যার কারণ হয়ে উঠেছে। যা তাদের চোখের পক্ষে ক্ষতিকর, পড়াশোনার জন্যও ক্ষতিকর। ভারত বলে নয়, এই সমস্যা বিশ্বের। তাই অনেক দেশে নিয়ম করে একটা বয়স পর্যন্ত স্ক্রিন টাইমে রাশ টানার ব্যবস্থা করা হয়েছে।
ভারতের একটি রাজ্যে এবার স্কুল পড়ুয়াদের মধ্যে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ ও পড়ার প্রবণতা বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। যা অবশ্যই উপযুক্ত পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
উত্তরপ্রদেশের সরকারি স্কুলে এবার থেকে খবরের কাগজ পড়া বাধ্যতামূলক করেছে সে রাজ্যের সরকার। স্থির হয়েছে প্রতিদিন স্কুলে আসার পর প্রার্থনায় যেমন অংশ নেওয়ার তা নেবে ছাত্রছাত্রীরা। এরপর তাদের প্রথমে খবরের কাগজ পড়তে হবে।
খবরের কাগজ নির্দিষ্ট সময় পড়ার পর শুরু হবে ক্লাস। এই নিয়ম ছাত্রছাত্রীদেরকে দেশ দুনিয়ার খবর, দৈনিক খবরের সঙ্গে নিয়মিত পরিচিত রাখবে। প্রতিদিন আপডেট রাখবে তাদের। যা তাদের সঠিকভাবে গড়ে ওঠার জন্য জরুরি।
উত্তরপ্রদেশের স্কুলে এই খবরের কাগজ পড়া ১০ মিনিটের জন্য বাধ্যতামূলক হয়েছে। প্রার্থনার পর প্রতিটি ছাত্রছাত্রীকে কম করে ১০ মিনিট খবরের কাগজ পড়তেই হবে। কাগজের সম্পাদকীয় পড়তে হবে। পড়তে হবে জাতীয়, আন্তর্জাতিক এবং খেলার খবর।
এর সঙ্গেই ছাত্রছাত্রীদের শব্দভান্ডার বৃদ্ধির জন্য প্রতিদিন সংবাদপত্র থেকে নতুন ৫টি করে শব্দ তুলে নিয়ে স্কুলে টাঙিয়ে দেওয়া হবে। এই ৫টি শব্দ হবে ওয়ার্ডস অফ দ্যা ডে। এই শব্দগুলি অধ্যয়ন করতে হবে ছাত্রছাত্রীদের। এভাবে তাদের শব্দভান্ডারে ৫টি করে শব্দ যুক্ত হবে। এই ব্যবস্থা কিন্তু কেবল উত্তরপ্রদেশ নয়, সারা দেশের প্রতিটি রাজ্যের পড়ুয়াদের জন্য উপকারি হতে পারে বলেই মনে করছেন শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষজন।













