National

স্কুল ভ্যান নিয়ে যায়নি, স্কুলে যেতে চেয়ে ৩ ঘণ্টা পথ অবরোধ করল ১০ বছরের ছাত্রী

স্কুলে যেতে চায় সে। কিন্তু স্কুল ভ্যান তাকে নিতে আসেনি। প্রতিবাদে সে বসে পড়ল রাস্তার মাঝখানে। বন্ধ হয়ে গেল যান চলাচল। এভাবেই চলল ৩ ঘণ্টা।

তার বয়স মাত্র ১০ বছর। ছোট্ট মেয়েটির জিদ কিন্তু এখন গোটা দেশের চর্চার বিষয়। সে স্কুলে পড়ে। শিক্ষার অধিকার আইনের আওতায় তার স্কুলে পড়া শুরু। এখন তার স্কুল বড় প্রিয়। স্কুল থেকে বাড়ি ১৮ কিলোমিটার পথ। বাড়ি থেকে স্কুলে যাতায়াতের একমাত্র উপায় হল স্কুলের ভ্যান। যাতে করে সে স্কুলে যায় এবং আসে।

সেই ভ্যানে যাতায়াতের জন্য একটি টাকা জমা দিতে হয়। মেয়েটির পরিবার সে টাকা ২ বছর ধরে দিচ্ছেনা বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। তাই তারা ইচ্ছা করেই স্কুল ভ্যানে ছাত্রীকে নিয়ে আসা বন্ধ করেছে। ফলে তার স্কুল যাওয়াও বন্ধ হয়েছে।

এটা মেনে নিতে পারেনি ওই ১০ বছরের বালিকা। সে এতকিছু বোঝে না। সে শুধু স্কুলে পড়তে চায়। কেন তাকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছেনা তা নিয়ে জমা ক্ষোভ এবার ফেটে বার হল রাস্তার মাঝখানে।

বালিকাটি স্কুল ব্যাগ বুকে আঁকড়ে বসে পড়ল মাঝ রাস্তায়। ফলে যান চলাচল স্তব্ধ হয়ে গেল। তার একটাই দাবি, সে স্কুলে যেতে চায়। তবু কেন তাকে ভ্যান নিয়ে যাচ্ছেনা। তাকে নিয়ে যেতে হবে স্কুলে। এই দাবি নিয়ে মাত্র ১০ বছরের এক বালিকা স্কুলের ব্যাগ বুকে আঁকড়ে বসে পড়ল রাস্তার মাঝখানে।

অনেকে অনেকভাবে বোঝানো সত্ত্বেও পঞ্চম শ্রেণির ছাত্রী সুরভী যাদব সেখান থেকে নড়ল না। পুলিশ এল। তারাও বোঝানোর চেষ্টা করল। কিন্তু বালিকা অনড়। এভাবে ৩ ঘণ্টা কেটে যায়। যানবাহন স্তব্ধ হয়ে থাকে। অবশেষে ৩ ঘণ্টা পর স্কুলের সঙ্গে কথা বলে তার ফের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা হবে এই আশ্বাসে ওই বালিকা পথ অবরোধ থেকে সরে আসে। স্বাভাবিক হয় যান চলাচল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *