কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে প্রত্নতাত্ত্বিক খনন, প্রতীকী ছবি
মাটি খুঁড়ে এই জায়গাটি পাওয়া গিয়েছিল বছর ১৫ আগেই। তবে তা নিয়ে নতুন করে গবেষণা শুরু হয়েছিল। সম্প্রতি পুনের ডেকান কলেজের একদল গবেষক এএসআই-এর সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করতে গিয়ে আধুনিক নানা প্রযুক্তির সাহায্য নেন। আর তাতেই উঠে আসে এক আশ্চর্য করে দেওয়া তথ্য।
৪ হাজার বছর আগে ব্রোঞ্জ যুগে হরপ্পা সভ্যতা যে কতটা উন্নত ছিল, তখন মানুষ কতটা আধুনিক ছিলেন তা বোঝা যায় ওই নিদর্শন থেকে। একটি ফরাসি পত্রিকায় প্রকাশিত এই আবিষ্কারের বিষয়টি কার্যত সকলকে চমকে দিয়েছে।
গবেষকেরা জানতে পেরেছেন, মাটি খুঁড়ে সে ধ্বংসাবশেষ তাঁরা উদ্ধার করেছেন তা কোনও বসত বাড়ি নয় বরং একটি পান্থশালা। হাইওয়ে ধরে গেলে রাস্তার ধারে অনেক ধাবা বা পান্থশালা দেখতে পাওয়া যায়। যা ওই রাস্তায় যাতায়াত করা যাত্রীদের কথা মাথায় রেখেই তৈরি হয়। এর আশপাশে সবসময় কোনও জনবসতি থাকেনা।
৪ হাজার বছর আগেও সেটাই তৈরি হয়েছিল। যেখানে পথের ক্লান্তি মুছতে মানুষ থাকার জায়গা পেতেন, খাবার পেতেন, এমনকি সঙ্গে থাকা পশুদের রাখার জন্য একটি জায়গাও পেতেন। এমন এক আধুনিক পান্থশালা তৈরি হয়েছিল মূলত সেই সময় যাঁরা গুজরাটের কচ্ছের ওপর দিয়ে বাণিজ্য করতে দূরে দূরে যাত্রা করতেন সেই সব সওদাগরদের কথা মাথায় রেখে।
কোটাডা ভাডলি নামে এই জায়গায় এই ধ্বংসাবশেষ প্রথম যখন পাওয়া গিয়েছিল তখন সেটা বোঝা যায়নি। তবে এখন নানাভাবে পরীক্ষা চালিয়ে গবেষকেরা নিশ্চিত যে সে সময় পান্থশালা ছিল। হরপ্পা সভ্যতায় পান্থনিবাসের ব্যবস্থা ছিল ব্যবসায়ীদের জন্য।
যেখানে এই ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল হরপ্পার সময় সেখানে কোনও অন্য বাড়ি ঘরের চিহ্ন পাওয়া যায়নি। আশপাশ ফাঁকা। মাঝে এটি একটিমাত্র থাকা খাওয়ার জায়গা। এটাও গবেষকদের নজর কেড়েছে। যা তাঁদের এটি যে পান্থনিবাসই ছিল সে বিষয়ে নিশ্চিত করেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর ৪ হাজার বছর পুরনো পান্থশালা মানুষকে অবাক করেছে।
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
সিংহ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
কন্যা রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…