National

দেশের বিখ্যাত পাহাড়ি পর্যটনস্থলে তুষারপাত হয়নি, পর্যটকদের খুশি করতে গাড়ি করে এল বরফ

হিমালয়ের এই পাহাড়ি পর্যটনস্থলের নাম জানেননা এমন মানুষের সংখ্যা কম। সেখানেই পর্যটকদের আনন্দ দিতে গাড়ি করে এল বরফ।

অনেকে একে বরফ দুর্নীতির তকমা দিয়েছেন। কেউ বলছেন ভুয়ো বরফ। বরফটা ভুয়ো নয়। তবে তার ব্যবহার চমকে দেওয়ার মত। হিমালয় মানেই তুষারাবৃত পর্বত। শীতের দিনে সে বরফ অনেক পুরু হয়।

পাহাড়ের চুড়োয় শুধু নয়, নিচের দিক পর্যন্ত বরফে ঢেকে যায়। বরফে ঢাকে পাহাড়ি জনবসতি। এই বরফ দেখতেই অনেকে আবার ঠান্ডার সময় হিমালয়ে হাজির হন।

বাঙালির বহু পুরনো হিমালয় পর্যটনস্থল সিমলা কুলু মানালি। অনেক প্রজন্ম ধরেই এই ৩টি জায়গা আলাদা গুরুত্ব পেয়ে এসেছে বরফ দেখার তালিকায়।

সেই মানালিতে এখনও বহু পর্যটক হাজির হন বরফের আনন্দে মেতে উঠতে। স্কি করতে। কিন্তু মানালিতে এখনও তুষারপাত শুরু হয়নি। চারধার শুকনো। পাহাড়ের গায়ে বরফের চাদর নেই।

কিন্তু পর্যটকরা নিরাশ হলে তো চলবে না। তাই পর্যটকদের খুশি করতে গাড়ি করে আসছে বরফ। এমনই দাবি করে একটি ছবি প্রকাশ করেছেন এক পর্যটক। যা হইচই ফেলে দিয়েছে।

এই ছবিতে দেখা গেছে টেম্পো, লরিতে করে বরফ আসছে। বেলচা দিয়ে সেই বরফ পাহাড়ের পাথুরে গায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর বরফকে সাজিয়ে গুছিয়ে পাহাড়ের গায়ে ফেলে সেখানে স্কি করানো হচ্ছে পর্যটকদের।

একে বরফ দুর্নীতি বলে অভিহিত করে অভিযোগের আঙুল তুলেছেন সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা পর্যটক। তবে অনেকেই পাল্টা প্রশ্ন করেছেন তাঁকে।

যে সময় সেখানে বরফ নেই, সে সময় সেখানে স্কি করার আনন্দ পেতে পর্যটকরা যখন খরচ করছেনই তখন সেখানে স্কি করার উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যা প্রাকৃতিক নয়। এটা তো জেনেই পর্যটকরা খরচ করছেন। তাহলে অভিযোগ কেন! যদিও অনেকে আবার গাড়িতে করে বরফ এনে মানালিতে পাহাড়ের গায়ে বরফ দেখানোর চেষ্টা নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *