National

পরিশ্রম আর বুদ্ধি কাজে লাগিয়ে রাস্তার পাথরকে ঘড়ি বানিয়ে বেচে দিল কিশোর

বুদ্ধিমত্তায় কৃত্রিমতা যতই রাজত্ব করতে শুরু করুক না কেন এখনও কিন্তু সবকিছুর উপরে রয়েছে মানুষের মস্তিষ্ক। সেই মস্তিষ্ককে কাজে লাগিয়ে রাস্তায় পড়ে থাকা একটা পাথরকে ঘড়ি বানিয়ে বিক্রি করল এক কিশোর।

এক কিশোর নিজের অসাধারণ প্রতিভার নজির তৈরি করেছে। রাস্তার ধারে পড়ে থাকা একটি সাধারণ পাথরকে ঘড়িতে পরিণত করেছে সে। তারপর সেটা বেচেও দিয়েছে। এই অভিনব কাজের মাধ্যমে কিশোর নিজের সৃষ্টিশীলতা এবং উদ্যোগী মনোভাবের পরিচয় দিয়েছে।

গোটা ঘটনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সকলেই তার প্রশংসায় মুখর হয়েছেন। এমনকি তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে অনেকে তা‌কে ভবিষ্যতের উদ্যোগপতি বলেও উল্লেখ করেছেন।

দিল্লির এক কিশোর রাস্তার ধারে একটি সাধারণ পাথর দেখতে পায়। কিন্তু পাথরটি দেখার পর পাশ কাটিয়ে চলে না গিয়ে তা দিয়ে কোনও নতুন ধরনের জিনিস বানানোর কথা তার মাথায় আসে। এরপর যেমন ভাবনা তেমন কাজ।

পাথরটি নিয়ে সে একজন পাথর কাটার কারিগরের কাছে গেলে তিনি কিশোরের পছন্দসই আকারে তা কেটে দেন। এরপর ওই কিশোর পাথরটিকে পালিশ এবং রং করে। ফলে পাথরটি চকচক করতে থাকে। এরপর সে পাথরটির মধ্যে ঘড়ির কলকব্জা লাগায়।

একটি সাধারণ পাথর পরিণত হয় পাথরের ওপর ঘড়িতে। যাকে শো পিসের মত সাজিয়ে রাখা সম্ভব। ঘড়িটি বানানোর পর সে সেটি বিক্রির চেষ্টা করে। কিশোরের কাজের প্রশংসা করলেও প্রথমে কেউই ঘড়িটি কিনতে চাননি। কারণ ঘড়িটির পিছনদিকে কোনও আবরণ ছিলনা।

ভুল শুধরে নিয়ে কিশোরটি ঘড়ির পিছনদিকটি একটি ঢাকনা দিয়ে নিখুঁতভাবে ঢেকে দেয়। এরপর এক ক্রেতা ৫ হাজার টাকায় ঘড়িটি কিনে নেন। কিশোর জানিয়েছে ঘড়িটি বানাতে তার মোট খরচ হয়েছে ৪৬০ টাকা। কিন্তু তার বিনিময়ে সে ৪ হাজার ৫৪০ টাকা লাভ করেছে। বুদ্ধি আর পরিশ্রমের বিনিময়ে সাধারণ পাথরকে টাকায় পরিণত করেছে ওই কিশোর।

News Desk

পেঁয়াজ আর রসুনই যত নষ্টের গোড়া, শেষ হয়ে গেল ২২ বছরের বৈবাহিক সম্পর্ক

২২ বছর একসঙ্গে কাটানোর পর অবশেষে তাঁরা বৈবাহিক সম্পর্ক ছেদ করে আলাদা হয়ে গেলেন। আর…

December 13, 2025

প্রেমিকের স্ত্রীর নজর এড়াতে বাড়ির ১১ তলার কার্নিশে ঝুলে রইলেন তরুণী

প্রেমিকের সঙ্গে ফাঁকা ফ্ল্যাটে কাটানোর সময় প্রেমিকের স্ত্রী এসে পড়েছিলেন। তাঁর নজর এড়াতে জীবন বাজি…

December 13, 2025

নজরদারি বাড়াতে সূর্যের হাত ধরে স্থল ও আকাশকে একসঙ্গে কাজে লাগাচ্ছে রেল

যাত্রী সুরক্ষার সঙ্গে কোনওভাবেই আপস করা হবেনা। সেই লক্ষ্যে এবার নতুন উদ্যোগের পথে হাঁটল ভারতীয়…

December 13, 2025

চাহিদা বেড়েই চলেছে, বিক্রিও অনেক, তবু চিন্তায় রাতের ঘুম উড়েছে সাবান পাথর শিল্পীদের

সাবান পাথর দিয়ে তৈরি বাসনপত্রের চাহিদা বেড়েই চলেছে। ফলে এই সাবান পাথরের বাসন তৈরির সঙ্গে…

December 13, 2025

গান গায় মরুভূমির বালি, এমন জায়গাও রয়েছে এই পৃথিবীতে

পৃথিবীজুড়ে যে কত আশ্চর্যের মেলা তা গুনে শেষ করা যায়না। এ মানুষ সৃষ্টি করেনি। প্রকৃতির…

December 13, 2025

তুষারপাত কাজে লাগিয়ে চোরাশিকারিদের দৌরাত্ম্য রুখতে হিমালয়ের জঙ্গলে অভিনব পদক্ষেপ

হিমালয়ের দুর্গম অঞ্চলে তুষারপাতের ফলে তৈরি হওয়া প্রতিকূলতাকে নিজেদের প্রয়োজনে কাজে লাগায় চোরাশিকারিরা। গহন জঙ্গলে…

December 13, 2025