National

কংগ্রেসের বিরুদ্ধেই ভোটে প্রার্থী হলেন সনিয়া গান্ধী, চমকে গেলেন দেশবাসী

কংগ্রেসের বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন সনিয়া গান্ধী। কংগ্রেসের প্রার্থী ছাড়াও সিপিএম প্রার্থী রয়েছেন তাঁর বিরুদ্ধে। কাদের হয়ে প্রার্থী হলেন সেটা আরও বড় চমক।

দেশজুড়ে মানুষের নজর কেড়ে নিলেন সনিয়া গান্ধী। এমনিতে দেশজুড়ে নজরে পড়ার মত নির্বাচন নয়। কিন্তু নামটাই যথেষ্ট। তিনি আবার দাঁড়ালেন কংগ্রেসেরই বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে সিপিএম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য এখন কোমর বাঁধছেন সনিয়া গান্ধী।

কেরালার মুন্নারে পুর নির্বাচনে প্রার্থী হয়েছেন সনিয়া গান্ধী। ফলে এই নির্বাচনের সব আলোটুকু একাই কেড়ে নিয়েছেন নামের জোরে। নির্বাচনে অনেক ওয়ার্ড। অনেক প্রার্থী। তাঁদের নাম নিয়ে কোনও চর্চাই হচ্ছেনা। চর্চার কেন্দ্রে কেবল সনিয়া গান্ধী।

এমনিতে কংগ্রেসের ঘরের মেয়ে। কারণ তাঁর বাবা কংগ্রেস নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। সেই পরিবারে বেড়ে ওঠা। কিন্তু সব বদলে যায় বিয়ের পর। তাঁর বিয়ে হয় এক বিজেপি নেতার সঙ্গে।

ওই যুবকের স্ত্রী হিসাবে তিনি স্বামীর পথেই হেঁটে বিজেপি সমর্থক ও কর্মীতে পরিণত হন। সেই সনিয়া গান্ধী এবার পুর নির্বাচনে প্রার্থী হয়েছেন বিজেপির টিকিটে। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও সিপিএম প্রার্থী। যে ২টি দলই কেরালায় বেশ শক্তিশালী।

এতক্ষণে এটা তো পরিস্কার হয়ে গেছে যে এই সনিয়া গান্ধী কংগ্রেস নেত্রী সনিয়া নন, রাহুল গান্ধীর মা নন। তবে নামের মিলে তিনি এখন কেরালার মুন্নারের পুর নির্বাচনে তারকার মর্যাদা পাচ্ছেন। তাঁকে নিয়ে খেলা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

৩৪ বছরের এই সনিয়া গান্ধী সেখানকার নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। নাম কোনও বিষয় নয় বলেই অভিমত তাঁর বিরুদ্ধে দাঁড়ানো কংগ্রেস ও সিপিএম প্রার্থীর। কিন্তু বাস্তব হল, তাঁর নামের জন্যই তাঁকে ঘিরে ভিড় জমছে প্রচারের সময়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *