বিয়ে হল, মালাবদল হল, বিয়ের আনন্দে বর নাচলেন, তারপর কনে সকলের অলক্ষ্যে যা করলেন
বিয়ের নিয়ম পালিত হল। প্রথামত মালাবদলও হল। বিয়ের নিয়ম সমাপ্ত হওয়ায় বিয়ের আনন্দে খুশি বর নাচলেন নববধূর সঙ্গে। তারপর সকলের নজর এড়িয়ে কনে যা করলেন।
বিয়ে এক পবিত্র বন্ধন। ভারতীয় সংস্কৃতিতে বিয়ের অনেক নিয়ম। আইনি রেজিস্ট্রি বাদ দিলেও বিয়ের অনুষ্ঠান, প্রথা, আচার, পরম্পরা, সবই ভারতের বিভিন্ন প্রান্তে বিয়েকে এক মনে রাখার মত অনুষ্ঠানের রূপ দেয়।
এ বিয়েতেও তার অন্যথা হয়নি। সব নিময় মেনে বিয়ে হয়। বিয়ের একটি অংশ হল মালাবদল। সেটাও হয়। সব নিয়ম মেনে বিয়ে সম্পূর্ণ হতে রাতও হয়।
বিয়ে শেষ হওয়ার পর বিয়ের আনন্দে মশগুল বর নাচে মেতে ওঠেন। সঙ্গ দেন তাঁর নববধূও। বরকনে অনেক রাত পর্যন্ত আনন্দ করেন সকলের সঙ্গে। তারপর একসময় ক্লান্তি নেমে আসে। এত ধকলের পর সকলেই একটু বিশ্রামে ঢলে পড়েন।
ভোর হতেই আবার বিয়েবাড়ি ক্রমে জেগে ওঠে। এবার তো বিদায়ের পালা। কনেকে বিদায় জানাতে হবে। স্বামীর সঙ্গে তাঁকে যেতে হবে শ্বশুরবাড়ি। সেজন্য কনেকে ঘরে ডাকতে যান সকলে। দেখেন কনে সেখানে নেই।
তারপর পুরো বাড়ি খুঁজে ফেলেও কনের দেখা না মেলায় বর ও কন্যাপক্ষ অস্থির হয়ে পড়ে। বরপক্ষের তরফে পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে জানতে পারে কনে বিয়ের সব নিয়ম সম্পূর্ণ করার পর ভোররাতে যখন সকলে ঘুমে অচেতন সেই সুযোগ কাজে লাগিয়ে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়েবাড়ি ছেড়ে পালান। ঘটনাটি রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায়।













