National

বাসে উঠে চালকের দিকে তাকালে স্বস্তি পাবেন মহিলারা, চালু হল সেই ব্যবস্থা

মহিলাদের ক্ষমতায়নের জন্য দেশজুড়ে অনেক ধরনের প্রকল্প রয়েছে। বাসে চড়ে যাতায়াতের সময় বাস চালকের দিকে নজর গেলে মহিলাদের স্বস্তির ব্যবস্থা হল এক রাজ্যে।

একটি রাজ্যে এই প্রথমবার এমন ব্যবস্থা করা হল যাতে মহিলারা বাসে সফর করার সময় বাসচালকের দিকে তাকালেও স্বস্তিই পাবেন। ১২ মিটার লম্বা একটা বাস। যা একটি নির্দিষ্ট পথে শুধুমাত্র মহিলাদের নিয়েই যাতায়াত করে। শুধুমাত্র মহিলাদের জন্যে তৈরি এই বাসের চালকও একজন মহিলা।

গুজরাটের সুরাটে এই প্রকল্পটি চালু হয়েছে। বর্তমানে গোটা শহরে বিআরটিএস রুটে ৪৫০-র বেশি ইলেকট্রিক বাস চালু রয়েছে। যেখানে ওএনজিসি থেকে সরথাণা অবধি রুটটিতে মহিলাদের জন্য ৩টি বাস বরাদ্দ।

সুরাট পুরসভার পরিবহন দপ্তরের চেয়ারম্যান সোমনাথ মারাঠে জানিয়েছেন এতদিন পর্যন্ত পুরুষ চালকরা বাসগুলি চালাতেন। এবার থেকে সেই জায়গায় মহিলা চালকদের নিয়োগ করা হবে। ইন্দোরের একজন প্রশিক্ষিত মহিলা চালক নিশা শর্মাকে এই কাজে নিয়োগের মাধ্যমে প্রকল্পটির সূচনা করা হয়েছে।

সুরাটের প্রথম মহিলা বাসচালক হিসাবে নিযুক্ত নিশা শর্মার জন্য এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত। সংবাদ সংস্থা আইএএনএসকে তিনি জানিয়েছেন এখন সারা দেশেই মহিলারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদান রাখছেন। এই কাজে তাঁর পরিবারেরও পূর্ণ সমর্থন রয়েছে।

নিশা শর্মা গাড়ি চালাতে ভালবাসেন। তাই এই কাজটি তিনি খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। এর আগে তিনি বিআরটিএস ইন্দোরে ৪ বছর বাসচালকের কাজ করেছেন। তবে সুরাট তাঁর কাছে একেবারেই নতুন শহর বলে প্রথমদিকে রাস্তা চিনতে একটু অসুবিধা হচ্ছে।

সময়ের সঙ্গে এই কাজটিও সহজ হয়ে যাবে বলেই নিশা মনে করছেন। বাসের গতি ঠিক রেখে এবং সতর্কতা অবলম্বন করেই তিনি চালক হিসাবে নিজের দায়িত্ব পালন করবেন বলে জানান নিশা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *