National

বিয়ের কিছুক্ষণ আগে হাসপাতালে কনে, বর করলেন অন্য কাণ্ড

বিয়ের আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই চারহাত এক হবে। কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। বধূ হাসপাতালে জানার পর অন্য কাণ্ড করলেন বর।

বিয়ের জন্য একটি শুভক্ষণ থাকে। সেটা ছিল মাত্র ১৩ মিনিটের জন্য। এই শুভ মুহুর্তেই বিয়েটা হবে বলে স্থির হয়েছিল। বিয়ে বলে কথা। তাই কনে গিয়েছিলেন বিউটি পার্লারে। সেখানে সাজগোজ সেরে তিনি গাড়িতে ফিরছিলেন বিবাহবাসরে।

সেখানে সরাসরি পৌঁছে বিয়েতে বসার কথা। কিন্তু বিবাহবাসর পর্যন্ত পৌঁছনোর আগেই রাস্তায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। কনে শিরদাঁড়া ও পায়ে বড় ধরনের আঘাত পান। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পৌঁছে যায় বিবাহবাসরে। আনন্দ মুছে তখন নামে নিস্তব্ধতা। সেটা সামান্যই সময়। সকলে জানতে পারেন কনের আঘাত গুরুতর কিন্তু জীবনহানির কোনও সম্ভাবনা নেই।

এটা জানার পর বর শরণ স্থির করেন তিনি ওই শুভ মুহুর্তেই বিয়ে করবেন। বিয়ে পিছিয়ে দেওয়ার প্রশ্নই উঠছে না। শুভক্ষণটা ছিল বেলা ১২টা ১২ মিনিট থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত। সেই সময় মাথায় রেখে বর সহ ২ পরিবারের সদস্যরা পৌঁছে যান হাসপাতালে।

হাসপাতালের বেডে শোয়া কনে অবনীকে ওই শোওয়া অবস্থাতেই বিয়ে করেন শরণ। বিয়ের আবশ্যিক নিয়মও পালন করা হয়। হাসপাতালে বেডের পাশে দাঁড়িয়ে এই হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য দেখেন ২ পরিবারের কয়েকজন সদস্য ও হাসপাতালের কর্মীরা।

ভালবাসাকে অন্য উচ্চতায় পৌঁছে দেয় শরণ ও অবনীর এই বিয়ে। কেরালার আলাপুঝার এই বিয়ের খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। এদিকে বিয়েবাড়িতে হাজির হওয়া অতিথিরা বিয়েবাড়িতে খাওয়াদাওয়া যেমন করার তেমনই করেন। তাঁদের পরিবারের তরফেই এই খাওয়াদাওয়ায় অংশ নিতে অনুরোধ করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *