পথ কুকুরদের বাড়ি ডেকে বিছানায় শোয়ান স্ত্রী, তিনি স্ত্রীর কাছে গেলে কুকুররা চেঁচায়
তাঁর স্ত্রী পথ কুকুরদের বাড়িতে ডেকে আনেন। তাঁদের বিছানায় সেই কুকুররা বিশ্রাম নেয়। তিনি স্ত্রীর কাছে ঘেঁষার চেষ্টা করলে কুকুররা চেঁচায়। আদালতের দ্বারস্থ স্বামী।
তিনি মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত। তাঁর স্ত্রী পথ কুকুরদের বাড়িতে ডেকে আনেন। তারপর তাদের বিছানায় শুতে দেন। তাঁদের বিছানায় পথ কুকুর শুয়ে থাকে। স্ত্রীর কাছে তারা শোয়। আর তিনি যদি স্ত্রীর কাছে ঘেঁষার চেষ্টা করেন তাহলে কুকুরগুলি চিৎকার করতে থাকে।
এমনকি তাঁকে কামড়াতেও আসে। একবার কামড়েও দিয়েছিল একটি কুকুর। আদালতে এমনই দাবি করলেন এক মধ্যবয়সী ব্যক্তি। তিনি এও জানান, তাঁর স্ত্রী এমন চালিয়ে যাচ্ছেন। এমনকি একবার রেডিওতেও তাঁকে সকলের সামনে হাস্যকর করে তোলেন তাঁর স্ত্রী।
কুকুর নিয়ে কিছু বলতে গেলেও তিনি রেগে যান। তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তাই তিনি বিবাহবিচ্ছেদ চান। এই মর্মে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমেদাবাদের ওই বাসিন্দা।
বিষয়টি এর আগে একটি পরিবার আদালতে পেশ করা হয়েছিল। সেই পরিবার আদালত ওই ব্যক্তির বিপক্ষে রায় দেয়। পরিবার আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি।
তিনি আদালতকে জানিয়েছেন, দিনের পর দিন রাস্তায় ঘুরে বেড়ানো পথ কুকুরদের এভাবে বাড়িতে আনা, তাদের শোওয়ার বিছানায় তোলা দেখতে দেখতে তিনি মানসিক সমস্যার শিকার।
এমনকি তাঁর একাধিক শারীরিক সমস্যাও শুরু হয়েছে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। তবে এই ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে চর্চা চলছে।













