ভাত ভর্তি গামলায় শুয়ে আছেন নিরাপত্তাকর্মী, হস্টেলের রান্নাঘরে বিষয়টি দেখে ফেললেন এক ছাত্র
হস্টেলে অনেক ছাত্রের বাস। ফলে বড় গামলা ভর্তি ভাত হয়। সেই ভাত ভর্তি গামলায় শুয়ে আছেন ওই হস্টেলেরই এক নিরাপত্তাকর্মী। যা দেখে ফেললেন এক ছাত্র।
তাঁর তখন খাওয়া হয়ে গেছে। কোনও কারণে ওই হস্টেলের আবাসিক এক ছাত্র গিয়েছিলেন হস্টেলের রান্নাঘরে। সেখানেই হস্টেলের সকলের জন্য রান্না হয়। বিভিন্ন গামলা করে রাখা থাকে খাবার।
সেখানে পাশাপাশি রাখা ছিল ভাত ভর্তি গামলা এবং তরকারি ভর্তি গামলা। ওই ছাত্র রান্নাঘরে ঢুকেই আঁতকে ওঠেন। দেখেন তাঁদেরই হস্টেলের এক নিরাপত্তাকর্মী ভাতের গামলার গায়ে একটি স্ল্যাবের ওপর শুয়ে আছেন।
তাঁর পা ভাতের গামলায় থাকা ভাতের মধ্যে ঢুকে আছে। ভাত তাঁর পায়ে লেগে আছে। সেই অবস্থায় ঘুমে কাতর তিনি। তিনি যে মদ্যপ অবস্থায় ছিলেন তা বুঝতে ওই ছাত্রের কোনও অসুবিধা হয়নি।
ভাতের মধ্যে পা ঢুকিয়ে ঘুমে কাতর ওই ব্যক্তির কাণ্ড সকলের সামনে তুলে ধরতে ওই ছাত্র দ্রুত বিষয়টি ক্যামেরাবন্দি করেন। তারপর সেটি হস্টেল কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন। বিষয়টি অন্য ছাত্রদেরও নজরে আসে।
হস্টেলের সব ছাত্র ওই খাবার খাচ্ছেন। সেই খাবারেই পা দিয়ে ঘুমোচ্ছেন কেউ। এ দৃশ্য মেনে নিতে পারেনি হস্টেল কর্তৃপক্ষও। তাই ওই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।
এই দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। যদিও এই ছবির সত্যতা নীলকণ্ঠ ডট ইন যাচাই করেনি। তবে ছড়িয়ে পড়া এই ছবি নানা মহলেই হস্টেলের খাবারের গুণগত মানের হাল নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার একটি পলিটেকনিক কলেজের হস্টেলে।













