বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, এ রাজ্যে প্রভাব কতটা
মধ্য নভেম্বর পার করেও নিম্নচাপ থেকে রেহাই মিলছে না। ফের বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ। এ রাজ্যে তার প্রভাব কতটা পড়তে চলেছে এ জিজ্ঞাসা সকলের।
নভেম্বর মাসের মধ্যভাগ পার করে গেছে। তারপরেও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় খামতি নেই। ফের নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে নিম্নচাপ বৃষ্টি বয়ে আনতে পারে। সে আশঙ্কা থাকেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিবিধি নিয়ে পরিস্কার ধারনা দিয়ে দিল আবহাওয়া দফতর।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা ভারতের একদম শেষপ্রান্তে অবস্থান করছে। ক্রমে সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে।
এদিকে এই নিম্নচাপের জেরে তামিলনাড়ুতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির প্রকোপ সেখানে আরও বাড়বে বলেই পূর্বাভাস। তামিলনাড়ুর ৮টি জেলায় প্রবল বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস। সেখানে কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
এদিকে এই নিম্নচাপ ক্রমশ উপকূল ধরে অন্ধ্রপ্রদেশের দিকেও এগোবে। ফলে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না। সেটা আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে স্পষ্ট।
তবে পশ্চিমবঙ্গ জুড়েই কুয়াশা বাড়বে। রবি, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বাড়বে। কমবে দৃশ্যমানতা। তার পরে অবশ্য আকাশ ফের পরিস্কার থাকবে। এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস এ রাজ্যে নেই। সপ্তাহের শুরু থেকে আগামী ৩ দিন ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে।
বাংলায় এই নিম্নচাপের প্রভাব না পড়লেও এখনও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি বন্ধ হচ্ছেনা। ফলে নতুন করে নিম্নচাপের আশঙ্কা থেকেই যাচ্ছে। যা শীতের পথে বাধা হয় দাঁড়াতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













