বিহারের পাটনায় মহাভারত থিমের পোস্টার, ছবি - আইএএনএস
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ তুফান তুলে জিতেছে। কার্যত গোটা বিহারবাসী নির্দ্বিধায় তাদের জয়ী করেছেন। বিজেপি-জেডিইউ জোট চিরাগ পাসোয়ানের দলকে সঙ্গে নিয়ে ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসন দখল করে নিয়েছে।
নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫টি আসনে। বিরোধী মহাগঠবন্ধন মুখ থুবড়ে পড়েছে। লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-কংগ্রেস জোট পেয়েছে মাত্র ৩৫টি আসন। যার মধ্যে লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি পেয়েছে মাত্র ২৫টি আসন।
এমন এক অতি লজ্জার হারের পর সেই যন্ত্রণায় নুনের ছিটে দিতে ছাড়ল না জেডিইউ। জেডিইউ পাটনায় বেইলি রোডে একটি পোস্টার টাঙিয়েছে। দুরন্ত জয়ের পরই আরজেডি-কে নিশানা করে এই পোস্টারের থিম মহাভারত।
যেখানে লালুপ্রসাদ যাদবকে ধৃতরাষ্ট্র, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে গান্ধারী এবং ছেলে তেজস্বী যাদবকে দুর্যোধন রূপে দেখানো হয়েছে। পোস্টারে জায়গা পেয়েছেন মহাভারতের সঞ্জয়ও। আরজেডি-র রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদবকে সঞ্জয় রূপে দেখানো হয়েছে।
একটি কথোপকথনও রয়েছে। সেখানে লালুপ্রসাদ সঞ্জয়কে জিজ্ঞেস করছেন তিনি কি দেখতে পাচ্ছেন। উত্তরে সঞ্জয় বলছেন, মহারাজা হরিয়ানায় মল দেখতে পাওয়া যাচ্ছে।
পোস্টারের একদম নিচে লেখা রয়েছে মহাবিহার। এই পোস্টারে আদপে লালুপ্রসাদ যাদবের পরিবার প্রথমে নীতিকেই কটাক্ষ করা হয়েছে। দুরন্ত জয়ের পর যে নীতীশের দল এখন ফ্রন্ট ফুটেই খেলবে তা পরিস্কার। অবশ্য এটা প্রথম নয়। এর আগেও নীতীশের দল লালুপ্রসাদের জেডিইউ-কে পৌরাণিক গাথাকে সামনে রেখে কটাক্ষ করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…