নতুন ফিচার নিয়ে গুগল ম্যাপ, ছবি - আইএএনএস
অনেক গাড়ির গতিই এমন পর্যায়ে থাকে যা একাধারে নিজের এবং অন্যের বিপদের কারণ হয়। এবার সেই গতিতে লাগাম দিতে এগিয়ে এল গুগল। গুগল ইন্ডিয়া এবং লেপটন সফটওয়্যারের সহায়তায় উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের পুলিশ একটি প্রকল্পের সূচনা করেছে।
উত্তরপ্রদেশের ডিজিপি রাজীব কৃষ্ণণ পাইলট প্রোজেক্ট হিসাবে নয়ডার গৌতম বুদ্ধ নগরে এই কর্মসূচিটি শুরু করেছেন। গুগল ম্যাপে ন্যাভিগেশন প্রক্রিয়া চালু রাখলে চালক নিজের গাড়ির গতি দেখতে পাবেন। আবার সেই রাস্তায় গতির সর্বাধিক সীমাও জানতে পারবেন।
গতির সীমা দেখানোর সাথেই গুগল ম্যাপ দুর্ঘটনা প্রবণ এলাকাগুলি সম্পর্কে আগাম সংকেত জারি করবে। শহরের নগরপাল লক্ষ্মী সিং জানিয়েছেন তীব্র গতিতে গাড়ি চালানোই পথ দুর্ঘটনার প্রধান কারণ। সেই প্রবণতা কমাতে প্রতিটি রাস্তায় সর্বোচ্চ গতির নির্দিষ্ট সীমা থাকে।
গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে চালককে সুরক্ষিত তথা সঠিক যাত্রাপথের নির্দেশ দেওয়াই গুগল ম্যাপের প্রধান উদ্দেশ্য। গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনারেটের সহযোগিতায় গুগল ম্যাপ এবার চালককে নির্দিষ্ট গতি সম্পর্কে সচেতন করবে। ফলে পথ সুরক্ষা বজায় থাকবে।
সাধারণ মানুষের উপকারে লাগবে এই পরিষেবা বলেই মনে করছেন পুলিশ প্রশাসনের কর্তারা। প্রসঙ্গত প্রতিবছর প্রায় ২২ হাজার মানুষ পথ দুর্ঘটনায় প্রাণ হারান। এই প্রযুক্তির সাহায্যে আগামী বছরের মধ্যে ৫০ শতাংশ অবধি দুর্ঘটনা কমানোই এখন উদ্যোক্তাদের লক্ষ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…