National

বসের আত্মার শান্তি কামনায় দুধ ডাকাতি চেলাদের

Published by
News Desk

সোনা, হিরে, মনি-মাণিক্য, টাকা কিছুই না! শুধুমাত্র ১০০ লিটার দুধ ছিনিয়ে নিয়ে গেল চেন্নাইয়ের একদল দুষ্কৃতী। আজব এই চুরির ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের ভায়াসারপরি এলাকায়। পুলিশ সূত্রের খবর, গত রবিবার ১০-১২ জনের একটি দল হঠাৎ ভায়াসারপরি এলাকায় হানা দেয়। দুধ বিক্রেতাদের ধারাল অস্ত্র দেখিয়ে দুধের প্যাকেট ছিনিয়ে নিয়ে যায় তারা। ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পরিস্কার হয় এই অদ্ভুত চুরির পেছনের গল্প।

চেন্নাইয়ের দুষ্কৃতী গ্যাংয়ের বস সি পালানি ২০১৬ সালের ২৯ অক্টোবর এক এনকাউন্টারে মারা যায়। বসের মৃত্যুর বর্ষপূর্তিতে সিনেমার কায়দায় দুধ ডাকাতির ঘটনা ঘটায় পালানির চেলারা। দুধ দিয়ে মৃত পালানির ছবি স্নান করালে মুক্তি পাবে তার আত্মা। এই প্রত্যাশায় দিনভর দুধ ডাকাতি বসের চেলাদের।

Share
Published by
News Desk