National

বন্ধুর থেকে ধার করা টাকার ভরসায় রাতারাতি ১১ কোটি টাকার মালিক সবজি বিক্রেতা

এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। টানাটানির সংসারে সেই টাকাই বদলে দিল জীবন। রাতারাতি ১১ কোটি টাকা পকেটে পুরলেন এক সবজি বিক্রেতা।

মানুষের জীবন যে কখন কীভাবে বদলে যায় তা কেউ বলতে পারেনা। যেমন এক সবজি বিক্রেতার জীবনে ঘটল। যাঁর কার্যত নুন আনতে পান্তা ফুরোয় দশা, তিনিই এখন রাতারাতি কোটিপতি। এই বিপুল অর্থ জয়টাও আবার নিজের রোজগার করা অর্থে নয়। লটারির টিকিটটাও ধার করা অর্থে কেনা।

রাজস্থানের কোটপুতলি গ্রামে সবজি বিক্রি করে সংসার চালান অমিত সেহরা। সংসার চালাতে গিয়ে তাঁর নাজেহাল অবস্থা। অধিকাংশ সময় সংসার চালাতে কারও না কারও কাছে ধার করতে হয়।

এরই মধ্যে অমিত নিজের পরিবারের সঙ্গে পঞ্জাবে তাঁর এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেখানে গিয়ে হঠাৎ করেই অমিতের লটারিতে ভাগ্য পরীক্ষা করার ইচ্ছা হয়। কিন্তু তাঁর কাছে লটারির টিকিট কেনার টাকা ছিলনা।

বন্ধুর কাছ থেকে ১০০০ টাকা ধার নিয়ে নিজের ও স্ত্রীর জন্য ২টি টিকিট কেনেন অমিত। ফল প্রকাশ হলে জানা যায় ১১ কোটি টাকা জিতেছেন অমিত। কয়েক ঘণ্টার মধ্যে ভাগ্যের এই নাটকীয় পরিবর্তনে বদলে যায় তাঁর জীবন।

অমিত আপাতত লটারির টাকায় মাথা গোঁজার ঠাঁই এবং সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তা করছেন। তবে যে বন্ধুর কারণে তাঁর এত বড় প্রাপ্তি তাঁর ২ মেয়ের জন্যও মোট ১ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন অমিত। তাঁর এই কৃতজ্ঞতা বোধ দেখে সবাই আপ্লুত।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *