National

বরফের রাজ্যে ওরা কতজন থাকে, সামনে এল বিরল দর্শন পাহাড়ি ভূতের সংখ্যা

ঘোস্ট অফ দ্যা মাউন্টেন। সহজ বাংলায় পাহাড়ি ভূত। তাদের সংখ্যা এবার সামনে এল। অতি বিরল তাদের দেখা পাওয়া। কেন বিরল তা সংখ্যা থেকেই পরিস্কার।

বরফের মাঝেই তাদের ঘোরাফেরা। তার মানে এই নয় যে বরফের মাঝে গেলেই তাদের দেখা পাওয়া যায়। এমনও বলা হয় যে সারা জীবনে ১ বারের জন্যও দেখা নাও মিলতে পারে এদের। আবার ভাগ্য ভাল থাকলে কদিচ কখনও মানুষের নজরে পড়ে যায় এরা।

হিমালয়ের বরফের মাঝেই তাদের বেঁচে থাকা। বরফই এদের জীবন। বরফ ঢাকা ঢালে পাহাড়ের খাঁজে এদের ঘোরাফেরা। তাদের বলা হয় ঘোস্ট অফ দ্যা মাউন্টেন বা পাহাড়ি ভূত।

২০২১ সালে তাদের সংখ্যা গণনা করতে গিয়ে দেখা যায় ৫১টি বেঁচে রয়েছে। অতি বিরল এই প্রাণিদের সংখ্যা কিন্তু মাত্র ৪ বছরে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এখন তারা ৮৩ জনে পৌঁছেছে।

স্নো লেপার্ড বা তুষার লেপার্ড হল সেই পাহাড়ি ভূত যাদের দেখা মেলাই ভার। এক তো পাহাড়ের অনেক উঁচুতে তাদের বাস। তারওপর এরা বড় একটা মানুষের গোচরে আসতে পছন্দ করেনা। নিজেদের মত করে জীবন কাটায়।

অতি দুর্গম পাহাড়ের বরফ ঢাকা জায়গা তাদের পছন্দ। ট্রান্স হিমালয়ান বাস্তুতন্ত্রের একটা অংশ এই তুষার লেপার্ড। ২৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়েই তাদের বসবাস।

কিন্তু সংখ্যা এতই কম যে তাদের দেখার জন্য কনকনে ঠান্ডায় অনেকে অপেক্ষায় থাকেন। লাহুল স্পিতি জেলার বরফ ঢাকা পাহাড়ি এলাকায় এদের সবচেয়ে বেশি পাওয়া যায়। তাদের যে সংখ্যা বৃদ্ধি হয়েছে এটা অবশ্যই পশুপ্রেমীদের কাছে আনন্দের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *