National

জরিমানা এড়াতে রান্নাঘরের কড়া মাথায় দিয়ে রাস্তায় এক ব্যক্তি

জরিমানার ভয় তো সকলের থাকে। রাস্তায় যাতে জরিমানা এড়ানো যায় তাই রান্নাঘরে ব্যবহার হওয়া কড়া মাথায় দিয়ে রাস্তায় বার হলেন এক ব্যক্তি।

জরিমানার হাত থেকে বাঁচার জন্য যে এ কৌশলও অবলম্বন করা যায় তা এই মানুষটিকে না দেখলে বিশ্বাস হতনা। একটি ছবি সকলকে অবাক করে দিয়েছে। সেখানে দেখা গেছে রান্নাঘরে কোনও ভাজাভুজি বা তরিতরকারি রান্না করতে যে কড়া ব্যবহার হয় তেমনই একটি কড়া মাথায় দিয়ে তিনি ট্রাফিকে আটকে আছেন।

তিনি রয়েছেন একটি বাইকের পেছনে। বাইক চালাচ্ছেন না তিনি। মাথায় কড়া। আশপাশে অনেকেই বাইক নিয়ে সবুজ সিগনালের অপেক্ষায়। তবে তাঁদের মাথায় হেলমেট রয়েছে।

কেবল ওই ব্যক্তির মাথায় কড়া। কেন এমন কাণ্ড? এই ঘটনা বেঙ্গালুরু শহরের। যে ছবি গোটা দেশের নজর কেড়ে নিয়েছে। বেঙ্গালুরু বলেই নয়, সর্বত্রই বাইক আরোহীদের জন্য হেলমেট আবশ্যিক। মাথায় হেলমেট না থাকলে ট্রাফিক পুলিশের জরিমানার মুখে পড়তে হয়।

ওই ব্যক্তির মাথায় হেলমেট ছিলনা। কেন ছিলনা তা স্পষ্ট না হলেও এটা অনেকের কাছেই পরিস্কার যে ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে হয়তো হেলমেটের বিকল্প হিসাবে তিনি শেষপর্যন্ত কিছু না পেয়ে রান্নাঘরের কড়া মাথায় দিয়ে বেরিয়ে পড়েন।

বিকল্প ব্যবস্থা করে নেওয়ার প্রবণতা ভারতীয়দের নতুন নয়। এবার তারই একটি নবতম রূপ সামনে এল এই ছবিতে। যেখানে এক ব্যক্তি বাইক চড়ার সময় হেলমেটের বিকল্প হিসাবে রান্নাঘরের কড়া ব্যবহার করলেন। একদিকে হেলে পড়া কড়া মাথায় দিয়ে এই ব্যক্তির ছবিটি সমাজ মাধ্যমে আগুনের গতিতে ছড়ায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *