National

আচমকাই ২৮১৭ কোটি টাকার মালিক, তারিয়ে উপভোগ করলেন এক আইনজীবী

তাঁর অ্যাকাউন্টে ২৮১৭ কোটি টাকা এসেছে। মানে ক্রেডিটেড হয়েছে। কিছুক্ষণ আগেও তিনি সাধারণ মানুষ ছিলেন। কিছুক্ষণের মধ্যেই আরবপতি। এই ঘটনা ঘটেছে এক আইনজীবীর জীবনে।

তিনি পেশায় একজন আইনজীবী। মূলত নোটারি করে থাকেন। শেয়ার কেনাবেচাও করে থাকেন। সেই ব্যক্তি তাঁর ডিম্যাট অ্যাকাউন্টটা মোবাইলেই পরীক্ষা করে দেখছিলেন। অনেকেই এটা করে থাকেন। একটা সময়ের ব্যবধানে অনলাইনে পরীক্ষা করে নেন তাঁর ডিম্যাট অ্যাকাউন্টের হাল। কত আছে। কত গেল।

ওই ব্যক্তি ডিম্যাট অ্যাকাউন্টটা চেক করতে যেতেই চমকে ওঠেন। তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে ২৮১৭ কোটি ৪১ লক্ষ ২৯ হাজার ৪০৮ টাকা! প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেননা তিনি। দেখতে পাচ্ছিলেন শেয়ার বিক্রির মূল্য বাবদ ওই টাকার প্রবেশ।

কিছুটা সময় অপেক্ষার পর তিনি যখন বুঝলেন যে তিনি এখন ভারতের বেশ ধনী ব্যক্তি হয়ে গেছেন। তিনি বিষয়টি উপভোগ করতে থাকেন। এ এক অন্যই অনুভূতি। মুহুর্তের মধ্যে ২৮১৭ কোটির মালিক! এ যেন রূপকথা!

যদিও এই আবেশের রেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি। একটা সময়ের পর দেখা যায় যেমন আচমকাই ওই বিপুল পরিমাণ টাকা তাঁর অ্যাকাউন্টে প্রবেশ করেছিল, তত দ্রুত তা বেরিয়েও যায়। পুরোটাই ছিল ডিজিটাল ভুল। তা ডিজিটালিই সংশোধিত হয়।

তবে ওই মাঝের সময়টা কিন্তু সারা জীবনে ভুলতে পারবেননা মধ্যপ্রদেশের বাসিন্দা বিনোদ ডোঙ্গলে। কিছুক্ষণের জন্য হলেও তো তিনি খাতায় কলমে আরবপতি হয়েছেন। এটাই বা কম কি! খুব স্বাভাবিকভাবেই বিনোদ ডোঙ্গলের এই ঘটনা সংবাদমাধ্যমে জায়গা করে নেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *