National

নার্সিং হোমে নাইজেরিয়ানদের গ্যাংওয়ার, ভয়ে টয়লেটে লুকলেন কর্মীরা

Published by
News Desk

ভোর ৪টে ২০ মিনিট। দিল্লিতে তখনও ভোরের আলো ফোটেনি। দিল্লির সাকেতে নিলু অ্যাঞ্জেল নার্সিং হোমে আচমকাই প্রবেশ করে কয়েকজন আহত নাইজেরিয়ান যুবক। তাদের হাতে তরোয়াল ও চপার ধরণের ধারালো অস্ত্র ছিল। হাসপাতাল কর্মীরা জানিয়েছেন, এদের দেখে তারা ভয়ে রিসেপশন থেকে সরে যান।

এই সময়ে নার্সিং হোমের বাইরে বেশ কয়েকজন নাইজেরীয় যুবক অস্ত্র হাতে অপেক্ষা করছিল। হঠাৎ একটি অটোতে করে সেখানে উপস্থিত হয় আর এক নাইজেরীয় যুবক। সে নার্সিং হোমে প্রবেশ করতেই তার পিছু নেয় বাইরে দাঁড়ানো নাইজেরীয়রা। রিসেপশনে ঢোকার পরই দুই দলে ভাগ হয়ে যায় নাইজেরীয়রা। শুরু হয় দুপক্ষে গ্যাংওয়ার।

ধারালো অস্ত্র হাতে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ার সেই দৃশ্য দেখে আতঙ্কে নার্সিং হোমের অন্য তলায় পৌঁছনোর সব দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে টয়লেটে লুকিয়ে পড়েন হাসপাতাল কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। তবে পুলিশ আসার আগেই সেখান থেকে চম্পট দেয় মারমুখী নাইজেরীয় যুবকরা।

ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হাড়হিম করা সেই গ্যাংওয়ারের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk