সামান্য খায়, প্রচুর দুধ দেয়, মেলার সব আলো শুষে নিল এই আশ্চর্য গরু
একটা গরু যে একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলার সব আলো শুষে নিতে পারে তা বাস্তবে প্রমাণ হল। এক ছোট চেহারার গরুকে দেখতে ভিড় জমাচ্ছেন সকলে।
সারাদিনে তার খাবার বলতে ৩ কেজির মত পশুখাদ্য। এটুকুই তার প্রয়োজন। যত্নের যে খুব একটা দরকার পড়ে তা নয়। এই প্রজাতির গরুরা নিজেদের মতই বাঁচে। চেহারার ছোটখাটো। ফলে সাধারণ গরুর চেয়ে একটু আলাদা।
ওজন ১৫০ কেজি থেকে ২০০ কেজি। ২৮ থেকে খুব বেশি হলে ৩৬ ইঞ্চি হয় এদের উচ্চতা। কিন্তু দুধ দেওয়ার বেলায় কোনও কার্পণ্য নেই। দিনে ৩ থেকে ৫ লিটার পর্যন্ত দুধ দেয় এই পুঙ্গানুর প্রজাতির গরু।
জয়পুরের একটি খামারের মালিক অভিনব তিওয়ারি এই গরুটিকে নিয়ে আসেন পুষ্করের আন্তর্জাতিক গৃহপালিত প্রাণি মেলায়। সেখানে আসার পরই এই গরুকে ঘিরে মানুষের ভিড় জমতে থাকে।
তবে এ গরু কিন্তু বিক্রি হবেনা। যত দামই দিতে চান, বিক্রি নেই। কেবল মানুষের সচেতনতা বৃদ্ধিই একে এই মেলা পর্যন্ত নিয়ে আসার কারণ। এই পুঙ্গানুর প্রজাতির গরুদের নিয়ে একটাই চিন্তা। এরা বিলুপ্তপ্রায়। তাই এদের বাঁচাতে ওই সংখ্যা বাড়াতে সবরকম প্রচেষ্টা চালানোই এখন লক্ষ্য।
এই পুঙ্গানুর প্রজাতির গরু আসলে অন্ধ্রপ্রদেশের একটি প্রজাতির গরু। এদের দুধ কেবল গরুর দুধ বলেই উপকারি এমনটা নয়, এদের দুধে স্বাস্থ্যকর এ২ প্রোটিন থাকে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার একাধিক খাদ্যগুণ রয়েছে।
এই পুঙ্গানুর গরুটির সঙ্গে অভিনব তিওয়ারি তাঁর খামার থেকে একটি ছোট চেহারার ঘোড়াও নিয়ে এসেছেন এই পুষ্কর মেলায়। যা আনার পর থেকে সেটাও মেলায় আগতদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













