National

রূপের যাদুতে মন ভোলাচ্ছে সকলের, ১ কোটির নাগিনাকে দেখতে উপচে পড়ছে ভিড়

এই মেলায় বহুদূর থেকে মানুষজন নিজেদের পোষা পশুদের নিয়ে আসেন। সেসব পশুদের প্রদর্শনীর আয়োজন করা হয়। উপযুক্ত দামে তাদের বেচাকেনাও হয়।

রাজস্থানের আজমের জেলার পুষ্করে অনুষ্ঠিত আন্তর্জাতিক পুষ্কর মেলায় এবারের সবচেয়ে বড় আকর্ষণ নাগিনা। একটি বহুমূল্য স্ত্রী ঘোড়া। যার কথা সকলের মুখে মুখে ঘুরছে। মুগ্ধ করা রূপ, চালচলন এবং দামের জন্যে ঘোড়াটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মেলায় নাগিনা নামে এই ঘোড়াটির দাম রাখা হয়েছে ১ কোটি টাকা। পঞ্জাবের ভাটিন্ডার গোরা ভাইয়ের কাছে সে ছোট থেকে বড় হয়েছে। তাঁর খামারে নাগিনা সহ বিভিন্ন প্রজাতির পুরুষ এবং স্ত্রী ঘোড়া রয়েছে।

এখন নাগিনার বয়স মাত্র ৩১ মাস। এরমধ্যেই সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এইটুকু বয়সেই তার উচ্চতা ৬৩ ইঞ্চি। যা আর কিছুদিন পর ৬৬ ইঞ্চিতে পৌঁছবে। নিজের চালচলন, শরীরী গঠন এবং সৌন্দর্যের জন্য নাগিনা সবার থেকে আলাদা।

গোরা ভাই ২০১০ সাল থেকেই এই মেলায় অংশগ্রহণ করে চলেছেন। কিন্তু এবার তিনি ১০টি আলাদা আলাদা প্রজাতির ঘোড়া নিয়ে এসেছেন। তাঁর সবকটি ঘোড়ার মধ্যে শারীরিক সৌন্দর্যের কারণে নাগিনার দাম উঠেছে ৫৫ থেকে ৬৫ লক্ষ টাকা অবধি।

গোরা ভাই ১ কোটির কমে নাগিনাকে বিক্রি করতে রাজি নন। তিনি জানিয়েছেন নাগিনার সৌন্দর্য রক্ষার জন্য প্রতিদিন ৭ থেকে ৮ জন কাজ করেন। নাগিনার খাবারে থাকে শুকনো মেওয়া। এছাড়া তাকে দিনে ২ বার মালিশ করতে হয়। সহজ কথায় নাগিনার পরিচর্যার খরচ নেহাত কম নয়।

দিলবাগ নামে দেশজোড়া খ্যাতি সম্পন্ন ঘোড়ার কন্যা নাগিনা। এখনও অবধি ৫টি প্রতিযোগিতায় সে সেরার সেরা হয়েছে। একটি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে নাগিনাকে এই মেলায় আনা হয়েছে। তারপরেই নাগিনাকে দেখতে দর্শকদের ভিড় জমছে। নাগিনা প্রতিবছর মেলায় আসলেই দামের উত্তাপ চড়তে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *