১৬৩৮টি ক্রেডিট কার্ড, সবকটি অ্যাকটিভ, ক্রেডিট কার্ড সম্রাট থাকেন এদেশেই
তিনি ১৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক। সবকটি ক্রেডিট কার্ড অ্যাকটিভ। কখনও কোনও ক্রেডিট কার্ডের টাকা বকেয়া পড়েনি। তিনি ক্রেডিট কার্ড সম্রাট।
ক্রেডিট কার্ড বিষয়টির সঙ্গে অনেকেই পরিচিত। অনেকের পকেটেই একাধিক ক্রেডিট কার্ড থাকে। আবার কিছু মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করেননা। কিন্তু এক ব্যক্তি রয়েছেন যিনি নিজে ১ হাজার ৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক।
প্রতিটি ক্রেডিট কার্ড তিনি ব্যবহার করেন। সময়মত তার টাকাও মেটান। কখনও কোনও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে টাকা বকেয়া পড়েছে এমন নয়। এই বিপুল সংখ্যক ক্রেডিট কার্ডের সব তথ্য তাঁর নখদর্পণে থাকে।
তিনি মণীশ ধামেজা। হায়দরাবাদের বাসিন্দা। মানুষের ধারনা ক্রেডিট কার্ড দিয়ে ধারে কেনাকাটা করে তার বিল মিটিয়ে দিতে হয়। কিন্তু মণীশ তার উর্ধ্বে উঠে ক্রেডিট কার্ডকে রোজগারের রাস্তা করে ফেলেছেন।
মণীশের এই বিপুল সংখ্যক ক্রেডিট কার্ডের জন্য তিনি গিনেস বুকে জায়গা করে নিয়েছেন। তিনিই বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ক্রেডিট কার্ডের মালিক। অনেকে তাঁকে ক্রেডিট কার্ড সম্রাট তকমা দিচ্ছেন।
ক্রেডিট কার্ডকে কাজে লাগিয়ে মণীশ রিওয়ার্ড পয়েন্ট, ট্রাভেল বেনিফিট, হোটেলে থাকার সুবিধা, এমনকি ক্যাশ ব্যাকের সুবিধা ভোগ করেন। এছাড়া কমপ্লিমেন্টরি বিমানের টিকিট, হোটেলে থাকা, কেনাকাটা করা থেকে কমপ্লিমেন্টরি সিনেমার টিকিট, জ্বালানি ভরার সুযোগও কাজে লাগান।
পুরো ক্রেডিট কার্ড বিষয়টি তাঁর এতটাই জানা যে কীভাবে তা ব্যবহার করলে সুবিধা পুরোটাই পাওয়া যেতে পারে তা বিলক্ষণ জানেন মণীশ। মণীশ এও জানান যে নোটবন্দির সময় তাঁর কোনও সমস্যা হয়নি। কারণ তিনি পুরোটাই ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা চালিয়েছিলেন।













