কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে গাধার মেলা, প্রতীকী ছবি
তখন দিল্লির মসনদে মোগল সম্রাট ঔরঙ্গজেব। তাঁর শাসনকালে শুরু হয় একটি মেলা। গাধার মেলা। যেখানে গাধা নিয়ে হাজির হন বহু মানুষ। ক্রেতাও কম নন। তখন থেকে শুরু হওয়া অনেক কিছুই আজ ইতিহাস।
কিন্তু ৩৫০ বছর ধরে এই গাধার মেলা প্রতিবছর তার পুরো জৌলুস নিয়ে বসে চলেছে। প্রতিবছরই যেন সেখানে মানুষের ভিড় বাড়ছে। ক্রেতা বিক্রেতা ছাড়াও এই আজব মেলা দেখতে বহু সাধারণ মানুষ ভিড় জমান বিশাল মাঠে।
মধ্যপ্রদেশের প্রাচীন শহর চিত্রকূট। যা উত্তরপ্রদেশের সীমান্তে অবস্থিত। সেখানেই প্রতিবছর দীপাবলির পর ৩ দিন ব্যাপী এই মেলার আয়োজন। হয়। প্রতিবছরই এই মেলা ঘিরে মানুষের উৎসাহ নজর কাড়ে। এবারও তার অন্যথা হল না।
দেশের নানা প্রান্তের নানা রাজ্য থেকে গাধা নিয়ে এখানে হাজির হন বিক্রেতারা। এবার ১ কোটি টাকার ওপর গাধা বিক্রি হয়েছে এখানে। গাধাদের আবার নামেই থাকে চমক।
কারও নাম সানি দেওল তো কারও নাম শাহরুখ খান। কারও নাম সলমন তো কারও নাম ক্যাটরিনা। এবার মেলায় শো স্টপার ছিল সানি দেওল। যা দরাদরি করে ১ লক্ষ ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এবার ৫ হাজারের ওপর গাধা আনা হয়েছিল বিক্রির জন্য।
মন্দাকিনী নদীর ধারে ৩৫০ বছর ধরে চলে আসা এই মেলার আয়োজন কোনও আলাদা সংগঠন করেনা। এই মেলা দীপাবলির পর বসে। এটাই পরম্পরা। এজন্য স্থানীয় প্রশাসনই সব ব্যবস্থা করে।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…