উৎসবের আনন্দে দেশের নবাবি শহরের আকাশে মুখ ঢাকছে ঘুড়ি, তবে এ ঘুড়ি অন্য ঘুড়ি
উৎসবের দিন কাটলেও রেশটা রয়ে গেছে। ভাইফোঁটাও রয়েছে। সব মিলিয়ে দেশজুড়ে উৎসবের মেজাজটা রয়েছে। তারমধ্যেই নবাবি শহরের আকাশের মুখ ঢাকল অন্য ঘুড়ি।

দীপাবলি কাটলেও তার রেশ পুরোদস্তুর বজায় রয়েছে। ভাইফোঁটা পর্যন্ত যে এই রেশ থাকবে তা প্রতিবছরের অভিজ্ঞতা থেকেই পরিস্কার। সেই উৎসবের মেজাজে আলো তো দাপট দেখাচ্ছেই। তার সঙ্গে এবার নবাবি শহর লখনউতে দেখা গেল অন্য চিত্র।
লখনউ শহরের আকাশ এই উৎসবে ঢেকে গেছে ঘুড়িতে। তবে এ ঘুড়ি সাধারণ ঘুড়ি নয়। হুহু করে বিক্রি হতে থাকা এই ঘুড়ি স্বদেশী ঘুড়ি বলেই বিক্রি হচ্ছে। উত্তরপ্রদেশের অযোধ্যা যেখানে এই উৎসবে মাটির প্রদীপ জ্বালিয়ে সংবাদে, সেখানে লখনউ ঘুড়ি উড়িয়ে খবরে।
এ ঘুড়ি অপারেশন সিঁদুরকে সামনে রেখে আকাশ ঢাকছে। কোনও ঘুড়ি তেরঙ্গা। কোনও ঘুড়িতে লেখা অপারেশন সিঁদুর। কোনও ঘুড়িতে আবার অপারেশন সিঁদুরকে সফল করার ২ কারিগর কর্নেল সোফিয়া ও উইং কমান্ডার ব্যোমিকা সিং-এর মুখ।
লখনউ শহরের ঘুড়ি বিক্রেতারা বেজায় খুশি। তাঁদের এইসব ঘুড়ি দেদার বিকোচ্ছে। ফলে বাজার ভাল। এদিকে এ শহরের আকাশ হাউই নয়, ঘুড়িতে মুখ ঢেকেছে এই উৎসবের মুহুর্তে।
অপারেশন সিঁদুর ঘুড়ির এতটাই চাহিদা লখনউ শহরে যে ঘুড়ি প্রস্তুতকারীরা ঘুড়ি তৈরি করে পেরে উঠছেন না। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যোগান ধরে রাখতে কার্যত হিমসিম খাচ্ছেন তাঁরা।
এক বিক্রেতা ৫ হাজার অপারেশন সিঁদুরকে সামনে রেখে ঘুড়ি তৈরি করেছিলেন বিক্রির জন্য। যার ১টিও আর পড়ে নেই। এদিকে দোকানে ক্রেতার ভিড় লেগেই রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা