২৩ বছরে করা অপরাধের অভিযোগে ৭১ বছর বয়সে গ্রেফতার বৃদ্ধ
তাঁর যখন ২৩ বছর বয়স, তখন প্রেমিকাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেজন্য ৭১ বছর বয়সে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

সময়টা ১৯৭৭ সাল। সে সময় মুম্বই শহরের দক্ষিণ প্রান্তে কোলাবায় তার বান্ধবীকে সন্দেহের বশে প্রাণে মারার চেষ্টা করে চন্দ্রশেখর মধুকর কালেকর নামে এক যুবক। তখন তার বয়স ছিল ২৩ বছর।
বান্ধবীর অন্য কারও সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, এই সন্দেহে চন্দ্রশেখর বান্ধবীকে ছুরি দিয়ে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এই অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। জামিনও পেয়ে যায় ওই ২৩-এর যুবক।
কিন্তু মামলায় হাজিরার জন্য এরপর যতবারই তাকে ডাকা হয়েছে ততবারই আদালতে হাজির হয়নি চন্দ্রশেখর। অবশেষে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু পুলিশ অনেক চেষ্টা করেও তার টিকিটি পায়নি।
এরপর বহু বছর কেটে গেছে। ২০২৫ সালে ফের পুলিশের খাতায় চন্দ্রশেখরের নাম ওঠে। এবার একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে। পুলিশ সেই সূত্র ধরে এটা জানতে পারে যে চন্দ্রশেখর রত্নগিরি জেলায় রয়েছে। অবশেষে তাকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।
তবে সে আর এখন ২৩-এর যুবক নয়, বরং ৭১ বছরের বৃদ্ধ। ৪৮ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ।
যদিও আদালতে চন্দ্রশেখরের শারীরিক পরিস্থিতির কথা সামনে এনে তাকে ফের জামিনের ব্যবস্থা করে দেন তার আইনজীবী। তবে এই ঘটনা সকলের নজর কেড়ে নিয়েছে।