National

ঘর ঝাড়তে গিয়ে সেট টপ বক্সে পাওয়া গেল ২ লক্ষ টাকা, গুপ্তধন পেয়েও আনন্দ পেল না পরিবার

হঠাৎ করে যদি কেউ ২ লক্ষ টাকা পেয়ে যান তাহলে তো খুশির সীমা না থাকারই কথা। কিন্তু সেই ২ লক্ষ টাকা পেয়েও আনন্দ পেল না পরিবার। কি করবে জানতে চাইছে তারা।

বাংলায় যেমন দুর্গাপুজো আসার আগে অনেক পরিবারেই বাড়িঘর ঝাড়া হয়। বাড়িতে জমে থাকা জঞ্জাল সাফ করা হয়। অনেক বাড়িতে রংও হয়। ঠিক এভাবেই ভারতের অনেক প্রান্তে দিওয়ালীর আগে ঘর ঝাড়া হয়। বাড়িঘর পরিস্কার করা হয়। সাজিয়ে তোলা হয় সুন্দর করে।

দিওয়ালী আসছে বলে ঘর ঝাড়ছিলেন এক মহিলা। সে সময় ঘরের কোণায় একটি পুরনো সেট টপ বক্স পান তিনি। সেটা খুলতেই তিনি হতবাক হয়ে যান। তার মধ্যে তাড়া তাড়া নোট। সব মিলিয়ে ২ লক্ষ টাকা!

কিন্তু একটাই সমস্যা। প্রতিটি নোটই ২ হাজার টাকার। এক ব্যক্তি সমাজ মাধ্যমে তাঁর মায়ের পাওয়া এই নোটের তাড়ার কথা জানিয়েছেন। হাতে ২ লক্ষ টাকা নগদ পেয়েও তাই তাঁর আনন্দ নেই। এখন তিনি ভাবছেন কি করা যায়। পরামর্শও চেয়েছেন সমাজ মাধ্যমে।

ভারতে নোটবন্দির পর যে নতুন ২ হাজার টাকার নোট বাজারে নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক সেই নোট ২০২৩ সালে বাজার থেকে তুলেও নেওয়া হয়। তাই ওই নোট আর বিনিময় মাধ্যম হিসাবে খোলা বাজারে ব্যবহার করা যায়না।

২ হাজার টাকার নোট দোকানে দিতে গেলে কেউ নেবেন না। সেই ২ হাজারের নোটে ২ লক্ষ টাকা তাই কিছুতেই আনন্দ দিতে পারছেনা ওই পরিবারকে।

যদিও সমাজ মাধ্যমে অনেকেই পরামর্শের সঙ্গে তথ্য দিয়েছেন যে ২ হাজার টাকার নোট এখনও রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়া যাচ্ছে। তা বিনিময় করা যাচ্ছে। তবে সে পদ্ধতি জটিল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *