National

গাছে ধাক্কা টেম্পোর, মৃত ১২

Published by
News Desk

মধ্যপ্রদেশের টুমকুর-কোল্লেগাল হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ১২ জনের। আহত কমপক্ষে ২০। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রের খবর, মান্ডিয়ার থোরে সেট্টিহল্লি গ্রামের কাছে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে টেম্পোটি।

দুর্ঘটনাগ্রস্ত টেম্পোর যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার পর চালক টেম্পোটি ফেলে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক সহ পুলিশ সুপার ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk