National

দীপাবলিতে ৬৫ হাজার সরকারি স্কুল সেজে উঠবে আলোর রোশনাইতে, হবে দেওয়াল রং

দীপাবলি মানেই তো আলোর উৎসব। সেই আলোর উৎসবে এবার ৬৫ হাজার সরকারি স্কুল সেজে উঠতে চলেছে রঙিন আলোর রোশনাইতে।

৬৫ হাজার সরকারি স্কুল এবার দীপাবলির আগে সুন্দর সাজে সেজে উঠতে চলেছে। এই স্কুলগুলিকে আলোর উৎসবে সাজিয়ে তোলা হবে রঙিন আলোর সাজে। তবে তার আগে স্কুলগুলির মেরামতিও করা হবে।

স্কুলগুলির সংস্কার করে, প্রতিটি স্কুলের দেওয়াল রং করা হবে। স্কুলগুলির চেহারা বদল করে তারপর স্কুল মুড়ে দেওয়া হবে রঙিন আলোয়। দীপাবলিতে আলোয় আলোয় অপরূপ হয়ে উঠবে স্কুলগুলি।

এই প্রথম এমন এক উদ্যোগ নিল রাজস্থান সরকার। রাজস্থানের ৬৫ হাজার সরকারি স্কুলের সংস্কার, প্রয়োজনীয় মেরামতি করা হবে। স্কুল বাড়ি রং করা হবে। তারপর সেসব স্কুল আলো দিয়ে সাজানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের ভজনলাল সরকার।

২ ভাগে এই কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই স্কুলগুলির সংস্কার, মেরামতি ও রং করার কাজ শুরু হয়ে গেছে। সেটা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। তারপর দ্বিতীয় পর্যায়ে ১৮ তারিখের পর আলো দিয়ে মুড়ে ফেলা হবে স্কুলগুলিকে। যা দীপাবলি পর্যন্ত বহাল থাকবে।

এই কাজের জন্য রাজস্থানের শিক্ষা দফতর স্কুল পিছু ১৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করেছে। স্কুল কত বড় এবং সেই স্কুলের পরিস্থিতি কেমন তা বুঝে সংশ্লিষ্ট স্কুলকে অর্থ বরাদ্দ করা হয়েছে।

যা দিয়ে মেরামতি, রং ও আলোয় সাজাতে হচ্ছে স্কুলগুলিকে। উৎসবের দিনে স্কুলের ছাত্র, শিক্ষক থেকে স্থানীয় মানুষের মধ্যে স্কুলটি সম্বন্ধেও একটা সুন্দর ধারনা তৈরি করতে এই অভিনব উদ্যোগ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *