থাউজেন্ড হল থার্সডে আর হানড্রেড হল হরেন্দ্র, চেকে ভুল বানান লিখে হাসির খোরাক হেডস্যার
এক ব্যক্তি প্রমাণ করলেন চেক লেখা সামান্য ব্যাপার নয়। সাধারণ কটা শব্দ লিখতে গিয়ে কেউ যে এতটাও হোঁচট খেতে পারেন, এই কাণ্ডটি প্রকাশ্যে না আসলে তা জানা যেত না।

তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক। শৈশবের ভিত যাঁদের হাতে তৈরি হয়, যাঁরা মানুষ গড়েন, তাঁরাই যদি ভুলের পাহাড় তৈরি করেন তবে আর কাকে ভরসা করবে এই সমাজ।
সম্প্রতি হিমাচল প্রদেশের সরকারি বিদ্যালয়ের এমনই এক ঘটনা গোটা দেশের নজর কেড়ে নিয়েছে। যা দেখে সকলে হেসে গড়াগড়ি খাচ্ছেন। ঘটনাটি একটি চেক লেখা নিয়ে ঘটেছে। অবিলম্বে নগদ টাকার প্রয়োজন পড়ায় বিদ্যালয়ের অধ্যক্ষ নিজেরই অধস্তন এক কর্মীকে চেক লিখে ব্যাঙ্কে পাঠান।
চেকটি ব্যাঙ্কে গিয়ে জমা দিতেই ব্যাঙ্ককর্মী রেগে আগুন। অধ্যক্ষ কিন্তু চেকে টাকার পরিমাণ লিখে দিয়েছিলেন। সঠিক জায়গায় সইও করে দিয়েছিলেন। তাহলে কি এমন ঘটল যে ব্যাঙ্ক থেকে চেক ফিরিয়ে দেওয়া হল।
অধ্যক্ষ ৭ হাজার ৬১৬ টাকার একটি চেক লিখেছিলেন। আর গোলমালটা ঠিক এই জায়গাতেই ঘটেছে। চেকে সেভেন কে সাভেন, থাউজেন্ড-কে থার্সডে এবং হানড্রেড কে হরেন্দ্র লিখে গোটা বিষয়টাই গোলমেলে করে ফেলেছেন তিনি।
কেবল ভুল বললে হয়ত কম বলা হয়। এতো আজগুবি বানানের কুচকাওয়াজ! চেকটি ব্যাঙ্ক থেকে ফেরত দেওয়ার পর নতুন চেক ঠিক করে লিখে ফের জমা করা হয়। ব্যাঙ্ক থেকে টাকাও দেওয়া হয়।
তবে সমাজ মাধ্যমে অনেকেই হাসির সাথে সাথে ওই বিদ্যালয়ের অধ্যক্ষের সমালোচনাও করেছেন। স্কুলের অধ্যক্ষের পদে থাকা এক ব্যক্তির বানানের এমন দুরবস্থা! এঁরাই কিনা শিক্ষা দিয়ে বড় করবেন পড়ুয়াদের! অনেকেই প্রশ্ন তুলছেন ওই শিক্ষকের যোগ্যতা নিয়ে।