National

পাকিস্তান সীমান্তে দাঁড়িয়ে ২ হাতে ২টি ২৬১ কেজির স্তম্ভ ধরে দেখিয়ে দিলেন ভারতীয় যুবক

ওপাশেই পাকিস্তান সীমান্ত। মাত্র কয়েক পা। সেখানে দাঁড়িয়ে অন্য দাপট দেখালেন এক ভারতীয় যুবক। ২ হাতে ২৬১ কেজির ২টি স্তম্ভ সর্বশক্তিতে টেনে ধরে রাখলেন।

২টি স্তম্ভ। প্যান্ডেলে ব্যবহৃত বাঁশ, চ্যাঁচারির ওপর কাগজ দেওয়া স্তম্ভের মত দেখতে লাগলেও পুরোটাই ধাতুর তৈরি। স্তম্ভগুলি ওজনে ২৬১ কেজি করে। তেমনই ২টি স্তম্ভ ২ ধারে রয়েছে। ঝুলছে। ছেড়ে দিলেই মাটিতে আছড়ে পড়বে।

সে ২টি স্তম্ভকে ২টি চেনের সাহায্যে টেনে ধরে আছেন এক সুস্বাস্থ্যের অধিকারী যুবক। পেশীবহুল ওই যুবক তাঁর ২ হাত দিয়ে কার্যত ৫২২ কেজি শরীরের সব শক্তিটুকু ব্যবহার করে টেনে ধরে রেখেছেন।

ঘটনাটি বসে দেখছেন হাজার হাজার মানুষ। অবাক হচ্ছেন। করতালি দিয়ে যুবককে উৎসাহ যোগাচ্ছেন। কারও আবার মুখে কথা সরছে না। ভাবছেন এও সম্ভব!

পঞ্জাবের আটারি সীমান্ত। যেখানে ভারত ও পাকিস্তানের সীমান্ত। ২ দেশের ২ ধারে বিশাল লোহার দরজা। পার করলে এ ওর দেশে ঢুকে পড়তে পারে। মাঝখান দিয়ে রাস্তা ২টি দেশকে মিলিয়ে দিয়েছে।

সেখানে একেবারে পাকিস্তানের সীমান্ত প্রহরার সামনে ভারতের অংশে দাঁড়িয়ে ওই যুবক শুধু ওই স্তম্ভ ধরেই পৃথিবীকে চমকে দিলেন না, পাকিস্তানকে তাঁর শক্তি দেখিয়ে দিলেন। যা রূপক হয়ে ভারতের শক্তি হিসাবেই সামনে এল।

ওই যুবকের নাম ভিসপি খারাদি। ওই যুবক ২টি স্তম্ভকে ১ মিনিট ৭ সেকেন্ড ধরে টেনে ধরে রাখতে সমর্থ হন। যা একটি বিশ্বরেকর্ডও তৈরি করল।

ভিসপি এর আগেও একাধিক চমক দেখিয়েছেন। পেশায় ফিটনেস ট্রেনার ভিসপি-কে সকলে চেনেন স্টিল ম্যান অফ ইন্ডিয়া হিসাবে। অর্থাৎ ভারতের ইস্পাত মানব বলে পরিচিতি তাঁর।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *