National

বিয়ের ৩ মাস পরেও স্বামী ঘনিষ্ঠ হননি, নপুংসক বলে ২ কোটি টাকা চাইছেন স্ত্রী

বিয়ের পর ৩ মাস কেটে গেছে। এই ৩ মাসেও তাঁর স্বামী তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হননি। এই অভিযোগ করে ২ কোটি চাইলেন স্ত্রী। স্বামী নিলেন পাল্টা পদক্ষেপ।

বিয়েটা হয়েছিল গত ৫ মে। তারপর অনেকদিন কেটে যায়। এমন একটা ধারনা প্রচলিত যে ফুলসজ্জার রাতেই নববিবাহিত দম্পতি ঘনিষ্ঠ হন একে অপরের সঙ্গে। কিন্তু তাঁর স্বামী তাঁর কাছে ঘেঁষেননি। শারীরিক সম্পর্কও তৈরি করায় কোনও আগ্রহ দেখাননি।

কেন এমন করছেন? তাহলে কি তাঁর স্বামী স্বাভাবিক দৈহিক মিলনে অপারগ? এ নিয়ে অশান্তি শুরু করেন স্ত্রী। অন্তত স্বামীর তাই দাবি। এমনকি দাবি করেন যে তিনি নপুংসক নন, কোনও নারীর সঙ্গে শারীরিক মিলন করতেই পারেন।

এটা জানতে ওই ব্যক্তির শারীরিক পরীক্ষাও করান স্ত্রী। তাতে চিকিৎসকেরা এটা পরিস্কার জানিয়ে দেন যে ওই ব্যক্তি শারীরিক দিক দিয়ে মিলনে সক্ষম। কিন্তু কোনও মানসিক চাপের কারণে তিনি এ নিয়ে উৎসাহ পাচ্ছেন না। কিছুটা সময় পেলেই তিনি ঠিক হয়ে যাবেন।

এটা জানার পরও ওই ২৯ বছরের নববিবাহিতা এবং তাঁর পরিবারের লোকজন এসে ওই ব্যক্তি ও তাঁর পরিবারকে কটূক্তি ও হয়রানি করতে ছাড়েনি। এমনকি তাঁর স্ত্রী এখন তাঁকে নপুংসক আখ্যা দিয়েছেন।

ওই মহিলা বিবাহের স্বাভাবিক শর্ত হিসাবে তাঁর শারীরিক চাহিদা না পূরণ করতে পারার জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চাইছেন স্বামীর কাছে।

এমনও দাবি করেছেন বেঙ্গালুরুর বাসিন্দা বছর ৩৫-এর এক ব্যক্তি। তিনি বেঙ্গালুরুর গোবিন্দরাজনগর থানায় স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *