এক রাতেই বদলে গেল জীবন, মাটির তলায় ৮টি হিরে পেলেন শ্রমিক মহিলা
মানুষের জীবন কখন কীভাবে বদলে যায় তা কেউ বলতে পারেনা। যেমন হল এক মহিলা শ্রমিকের ক্ষেত্রে। রাতারাতি তাঁর জীবন বদলে দিল ৮টি হিরে।

বয়স ৫০–এর ঘরে। পেশায় শ্রমিক। ৩ সন্তানের মা। পরিবার বলতে ওই ৩টি সন্তান। তাদের বড় করে তোলাই তাঁর লক্ষ্য। সেজন্যই কঠোর পরিশ্রম। শ্রমিক হিসাবে তিনি কাজ করেন একটি খনিতে।
মধ্যপ্রদেশের পান্নায় মাটি খুঁড়ে তিনি ৮টি হিরের টুকরো পান। যা পাওয়ার পর তিনি বুঝতে পারেন তাঁর জীবন বদলে যেতে পারে। বিশেষজ্ঞেরা ওই ৮টি হিরে পরীক্ষার পর জানান হিরেগুলির ৬টি অত্যন্ত ভাল মানের। ২টি অতটাও নয়।
৮টি হিরের টুকরো মিলিয়ে মোট ২.৫৩ ক্যারেট। কম কথা নয়! রচনা গোলদার নামে ওই মহিলা হাজারা মুদ্দা এলাকার বাসিন্দা। তিনি মাটি খুঁড়ে ৮টি হিরে পাওয়ার পর সেগুলি নিয়ম মেনে পান্নার ডিসট্রিক্ট ডায়মন্ড অফিসে জমাও করেছেন।
নিয়ম হল এবার ওই হিরেগুলি নিলাম করা হবে। নিলামে যা দাম পাওয়া যাবে তার একটি অংশ যিনি সেগুলি পেয়েছেন তাঁর হাতে তুলে দেওয়া হবে।
মনে করা হচ্ছে রচনা নামে ওই মহিলা তাঁর পাওয়া ৮টি হিরে নিলামের পর কয়েক লক্ষ টাকা হাতে পেতে চলেছেন। যা তাঁর জীবন বদলে দিতে পারে। তাঁর দারিদ্র অনেকটা মুছে দিতে পারে।
প্রসঙ্গত মধ্যপ্রদেশের পান্না হিরের জন্য বিখ্যাত। এখানে খনি থেকে পাওয়া হিরে প্রতি ৩ মাস অন্তর নিলাম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিরে ব্যবসায়ীরা এখানে হিরের নিলামে অংশ নেন।