National

ভাত রুটি নয়, শুধু ইঞ্জিনের পোড়া তেল খেয়ে বেঁচে আছেন এক ব্যক্তি

তিনি ভাত রুটি খান না। তরকারি, ফল, মাছ, মাংস, দুগ্ধজাত কিছুতেও না। কেবল ইঞ্জিনের পোড়া তেল পেলে তাঁর আর কিছু চাইনা। এভাবেই ৩০ বছর রয়েছেন তিনি।

আর পাঁচটা সাধারণ মানুষ যা খান তিনি তা খান না। তিনি চেনা কোনও খাবার খান না। কেবল চা ছাড়া। চা তিনি সবাই যেমন করে পান করেন, তেমন করেই পান করেন। মাঝেমধ্যে ওই চা খাওয়া। এছাড়া তিনি আর কোনও মানুষের চেনা খাবার খান না।

তাঁর প্রতিদিনের খাবার হল ইঞ্জিনের তেল। একেবারে বোতল থেকে সটান ঢকঢক করে গলায় ঢেলে দেন সেই তেল। এমন দিনে ৬ থেকে ৭ লিটার পেলেই যথেষ্ট। প্রতিদিন তাঁর এই খাবারটা চাই।

ইঞ্জিনের তেল। শুনে অবাক হতে পারেন যে কেউ। বিশ্বাস নাও করতে পারেন। কিন্তু কর্ণাটকের বাসিন্দা এই ব্যক্তি নিজে দাবি করেছেন তিনি ৩০ বছর ধরে এই ইঞ্জিনের তেল খেয়ে বেঁচে আছেন। তাঁর কোনও শারীরিক সমস্যাও নেই।

ইঞ্জিনের তেল যেকোনও মানুষের জন্যই ভয়ংকর। তা বিষাক্ত হাইড্রোকার্বন ও ভারী ধাতুতে ভরা। যা লিভার থেকে কিডনি, পাকস্থলী, ফুসফুস থেকে মস্তিষ্ক, সবই নষ্ট করে দেওয়ার কথা। কেউ খেলে প্রাণ বাঁচানো কঠিন।

সেখানে এমন বিষাক্ত বস্তুটি প্রতিদিন পান করে চলেছেন ওই ব্যক্তি। এ এক অতি আশ্চর্য ছাড়া আর কিছুই নয়। তেল পান করে তাঁর নামই হয়ে গেছে অয়েল কুমার।

কীভাবে তিনি দিনের পর দিন ইঞ্জিনের তেল খেয়ে বেঁচে আছেন সেটাই সবচেয়ে অবাক করে মানুষকে। ওই ব্যক্তি নিজে অবশ্য বিশ্বাস করেন যে ভগবান আয়াপ্পা-র আশির্বাদেই তিনি বেঁচে আছেন। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে অয়েল কুমারের এই অবাক তেলপান।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *