National

ফুচকাই কারণ, রাস্তার মাঝখানে বসে পড়লেন মহিলা, কেঁদেও ভাসালেন

ফুচকা খেতে তো সকলেই ভালবাসেন। কিন্তু সেই ফুচকা যে রাস্তা অবরোধের পর্যায়ে কোনও মহিলাকে পৌঁছে দিতে পারে সেটা এবার দেখা গেল।

রাস্তার মাঝখানে বসে পড়েছেন এক মহিলা। ব্যস্ত রাজপথ বলে কথা। অনর্গল গাড়ি ছুটছে। সেখানে রাস্তার মাঝখানে এক মহিলাকে বসে থাকতে দেখে সকলেই অবাক হয়ে যান।

গাড়িগুলিও গতি কমাতে বাধ্য হয়। এককথায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। অগত্যা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন পুলিশকর্মীরা। এদিকে পুলিশকে দেখেই কেঁদে ভাসান মহিলা।

কেন তিনি এভাবে রাস্তার মাঝখানে বসে আছেন? এ প্রশ্নের উত্তরে কেঁদেকেটে মহিলা যা জানান তা শুনে কার্যত হতবাক পুলিশ থেকে সাধারণ মানুষ।

ওই মহিলা জানান, তিনি গোলগাপ্পা অর্থাৎ ফুচকা খেতে এসেছিলেন। ফুচকাওয়ালা তাঁকে জানিয়েছিলেন ২০ টাকায় ৬টা ফুচকা দেবেন। কিন্তু তিনি ৪টি দেন। জানান ২০ টাকায় ৪টেই দেওয়া যাবে। এতেই রেগে যান মহিলা। তিনি জানান ওই ফুচকাওয়ালা তাঁকে ইচ্ছে করে কম ফুচকা দিয়েছেন।

মহিলা এও দাবি জানান যে তিনি তখনই রাস্তা থেকে উঠবেন যদি তাঁকে ফুচকাওয়ালা আরও ২টি ফুচকা দেন। কোনও টাকায় ক্ষতিপূরণ নয়, তাঁর ওই ২টি ফুচকাই চাই।

এসব দেখেশুনে ওই ফুচকাওয়ালা আর কোনও ঝুঁকি নেননি। তিনি ওই মহিলাকে ২টির বদলে আরও ৪টি ফুচকা দেন। যা পেয়ে রাস্তাও ছেড়ে দেন ওই মহিলা। কান্না থামে তাঁর।

আর হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয় মানুষজন থেকে গাড়ির আরোহীরা। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরায়। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গায় ফুচকাকে গোলগাপ্পা বলা হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *