এবছর অপারেশন সিঁদুরের সঙ্গে জুড়ে গেলেন পাগড়ি মানব, ৫ কেজিতে লুকিয়ে চমক
সন্ত্রাসবাদকে নির্মূল করার লক্ষ্যে এবং পহেলগামের ঘটনার যোগ্য জবাব দিতে অপারেশন সিঁদুর দেশের এক অন্যতম সাফল্য। এবার সেই সাফল্যকে পাগড়িতে স্থান দিলেন দেশের পাগড়ি মানব।

শুরুটা করেছিলেন জিএসটি দিয়ে। সেটা ছিল ২০১৭ সাল। তারপর প্রতিবছরই চমক। এখন তাঁর এবছরের চমক দেখার জন্য অপেক্ষায় থাকেন বহু মানুষ। নবরাত্রির ঠিক আগে ২০২৫ সালে পৌঁছে এবার তাঁর চমকের নাম অপারেশন সিঁদুর।
একটা পাগড়ি। যার ওজন এবার ৫ কেজি। এই ৫ কেজির পাগড়িতে অপারেশন সিঁদুর জায়গা পেয়েছে। যেখানে ভারতের বায়ুসেনার বিমান থেকে মহিলাদের শক্তিবৃদ্ধি জায়গা পেয়েছে। জায়গা পেয়েছে প্রধানমন্ত্রীর মুখও।
অত্যন্ত সূক্ষ্ম সুতি, কচ্ছের পারম্পরিক সুতোর কাজ এবং মুক্তো দিয়ে সেজে উঠেছে এই অসামান্য পাগড়ি। যা এবার অনুজ মুদালিয়ার মাথায় জায়গা পাবে। তাঁর নাম অনুজ মুদালিয়ার হলেও এই নামে তাঁকে কম মানুষই চেনেন। তাঁর পরিচিতি ভারতের পাগড়ি মানব হিসাবে।
কারণ ২০১৭ সাল থেকে শুরু করে প্রতিবছরই নবরাত্রির আগে তিনি চমক দেন তাঁর অভিনব সব ভাবনার পাগড়ি দিয়ে। অনুজ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গরবা নৃত্যশিল্পী।
প্রতিবছর তিনি বিশেষ পাগড়ি তৈরি করেন। তারপর সেই পাগড়ি মাথায় দিয়ে গরবা নাচেন। যা বিশেষত গুজরাটিদের নবরাত্রি পালনের সঙ্গে যুক্ত। ভারতের এই পাগড়ি মানব আদপে গুজরাটের আমেদাবাদের বাসিন্দা।
আমেদাবাদের গরবা সার্কেলের একজন অনুজ। প্রতিভাবান গরবা নৃত্যশিল্পী হিসাবেও তাঁর সুখ্যাতি আছে। তবে সবার আগে ভারতের সকলের কাছে তিনি দেশের পাগড়ি মানব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা