দেশে এবার নতুন আতঙ্কের নাম ব্রেন ইটিং অ্যামিবা। সহজ করে বললে বলাই যায় ঘিলুখেকো। এরা নিঃশব্দে শরীরে প্রবেশ করছে। তারপর সোজা পৌঁছে যাচ্ছে মস্তিষ্কে। মস্তিষ্কে একধরনের সংক্রমণ সৃষ্টি করছে তারা। যা মস্তিষ্কের টিস্যুগুলিকে নষ্ট করে দিচ্ছে। যা ক্রমে মস্তিষ্ক ফুলিয়ে দিচ্ছে। তারপর কেড়ে নিচ্ছে জীবন।

এই সংক্রমণ এতটাই ভয়ংকর যে এতে বাঁচার সম্ভাবনা কম। ভারতের কেরালায় এই সংক্রমণ এখন আতঙ্কের আর এক নাম। এতদিন কোঝিকোড় ও মালাপ্পুরম জেলায় এই রোগ দেখতে পাওয়া গেলেও এখন কেরালার অন্য জায়গাতেও তার দেখা মিলছে। ফলে কেরালা জুড়েই নতুন এক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

কেরালার স্বাস্থ্য দফতর মানুষকে পুকুর বা ঝিলের মত কোনও পরিস্কার অথচ স্থির হয়ে থাকা জলে স্নান বা অন্য কারণে নামতে নিষেধ করেছে। এই ধরনের জলে নামলে সেই জল থেকেই এই সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

কয়েক মাসের শিশু থেকে শতবর্ষের কাছে পৌঁছে যাওয়া বৃদ্ধ, কাউকেই রেহাই দিচ্ছেনা এই সংক্রমণ। যা গত ১ মাসে ৬ জনের জীবন কেড়ে নিয়েছে। এখনও ৬১টি সংক্রমণের ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞেরা মনে করছেন আবহাওয়ার দ্রুত বদল এই রোগের আরও ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। কারণ বদলে যাওয়া আবহাওয়ায় পুকুর বা ঝিলের জল গরম হয়ে যাচ্ছে।

যা এই রোগের প্রাদুর্ভাব ঘটাচ্ছে। আপাতত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে কেরালার স্বাস্থ্য দফতর। রাজ্যের সকলকেই পুকুর, ঝিল, দিঘিতে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা