বজ্রপাতের সময় অনেক মানুষই নানা কাজে ঘরের বাইরে থাকেন। ব্যস্ত থাকেন। বাজ পড়ার পর তাই তাঁরা অনেকসময় সেই প্রবল বিদ্যুতের কবলে পড়েন। যা তাঁদের প্রাণ কেড়ে নেয়।
একইভাবে বন্যার ক্ষেত্রেও একই কাণ্ড হয়। কখন যে জল বাড়তে শুরু করবে কিছুই অনেকসময় বোঝা যায়না। অনেকসময় মানুষ বুঝে উঠতে পারেননা তাঁরা সব ফেলে জীবন বাঁচাতে পরিবার নিয়ে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি দেবেন কিনা।
প্রতিবছর বজ্রপাত হোক বা বন্যা, মানুষের প্রাণহানিতে লাগাম দিতে এবার অন্ধ্রপ্রদেশ সরকার গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে একটি বিশেষ সাইরেনের ব্যবস্থা করছে। এই সাইরেন কেউ বাজিয়ে দেবে না। সেটি ইসরোর কৃত্রিম উপগ্রহের সঙ্গে যুক্ত থাকবে।
একটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই সাইরেন বেজে উঠবে। যা শুনে মানুষ আগাম বুঝে যাবেন তাঁদের এবার সতর্ক হতে হবে। বাজ পড়তে চলেছে বা বন্যার জল বাড়তে শুরু করেছে।
অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে এই প্রকল্পটি পাইলট প্রকল্প হিসাবে কাজ করছে। যা সফলও হয়েছে। আপাতত অন্ধ্রপ্রদেশ সরকার সেইসব গ্রামকে বেছে এই সাইরেন বসাতে চলেছে যেখানে এমন সম্ভাবনা বেশি।
প্রতিটি সাইরেন বসানো পিছু খরচ হবে ২ লক্ষ টাকার মত। হিসাব করে দেখা গেছে অন্ধ্রের প্রতিটি গ্রামে এই ব্যবস্থা চালু করতে ৩৪০ কোটি টাকার মত খরচ হবে। তাই প্রথম পর্যায়ে বাছাই গ্রামে সাইরেন বসানো হবে। খরচ পড়বে ১০ থেকে ১৫ কোটি টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা