স্কুলে পড়ানো হবে রোবটিক্স, এআই, নতুন পথ দেখাল এই রাজ্য
দুনিয়ার সঙ্গে পা মিলিয়ে চলতে শিখতে হবে। তার জন্য নতুন প্রযুক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। স্কুলের ছাত্রছাত্রীদের তাই এবার এআই, রোবটিক্স পড়াবে এক রাজ্য।

পৃথিবীতে যে নতুন প্রজন্ম স্কুলের ক্লাসঘরে নিজেদের আগামী দিনের জন্য তৈরি করছে তাদের আধুনিক প্রযুক্তি, তার ব্যবহার এবং তার ক্রমপরিবর্তন সম্বন্ধে জানা জরুরি। আধুনিক জীবনে কম্পিউটারের সঙ্গে পরিচিতি প্রায় জন্মের পর একটু জ্ঞান হওয়া থেকেই হয়ে যাচ্ছে শিশুদের।
তারা এই প্রযুক্তিকে দ্রুত বুঝেও ফেলছে। আজকের জীবনে এআই বা কৃত্রিম মেধা এবং রোবটিক্সের প্রয়োজন বাড়ছে। এই প্রযুক্তি প্রতিদিনই উন্নত হচ্ছে। সেই ক্রম উন্নতি ও তার ব্যবহারের সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের পরিচিতি করিয়ে দিতে পারলে তাদের পক্ষে আগামী দিনে উচ্চশিক্ষার জগতে পৌঁছে পড়াশোনা করতে সুবিধা হবে।
সমসাময়িক প্রযুক্তিকে নতুন করে শেখার চেষ্টার চেয়ে আগে থেকেই সে সম্বন্ধে সম্যক জ্ঞান থাকবে তাদের। এজন্য তামিলনাড়ুর সরকারি স্কুলে পাইলট প্রকল্পের মত শুরু হল এআই অ্যাপ্লিকেশন্স, কোডিং এবং ইন্টার্যাক্টিভ অনলাইন টুলস নিয়ে পড়ানো।
ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের এটা পড়ানো শুরু হয়েছে। আগামী দিনে তা আরও ছড়িয়ে দেওয়া হবে। প্রথম পর্যায়ে এই পাইলট প্রকল্পে কোয়েম্বাটুরের ৮৫টি সরকারি স্কুলকে যুক্ত করা হয়েছে।
সেসব স্কুলের ছাত্রছাত্রীদের এটা পড়ানো শুরু হয়েছে। সপ্তাহে ২টি করে পিরিয়ড এই প্রশিক্ষণের জন্য রাখা থাকবে। তামিলনাড়ু স্কুলস প্রোগ্রাম ফর এআই, রোবটিক্স অ্যান্ড নলেজ বা টিএন স্পার্ক নামে এই প্রকল্পে ৮৮০টি ল্যাব কম্পিউটার ব্যবহার করা হবে।
এই ধরনের প্রকল্প ভাবনা কিন্তু রাজ্যের শিক্ষার সার্বিক মানকেই উন্নত করবে। তামিলনাড়ুর দেখানো এই পথে দেশের অন্য রাজ্যগুলিও বৃহৎভাবে চলা শুরু করতেই পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা