National

বেলুনে লেখা ‘আই লাভ পাকিস্তান’, কানপুরে আটক ২

Published by
News Desk

বেলুনের গায়ে লেখা ‘আই লাভ পাকিস্তান’। বিষয়টি নজরে আসতেই কানপুর জুড়ে হুলুস্থুলু। কানপুরের একটি দোকান থেকে বিক্রি হচ্ছিল এই বেলুন। বেলুন এসেছিল দিল্লির একটি বাজার থেকে। কানপুরের গোবিন্দনগর এলাকার একটি দোকানে এই বেলুন বিক্রি হচ্ছিল। ওই দোকানে ছেলের জন্মদিনের বেলুন কিনতে আসেন এক ব্যক্তি। তাঁরই প্রথম নজরে আসে বিষয়টি। দোকানে কিছু না বলে তিনি পুলিশে খবর দিয়ে দেন।

পুলিশ দ্রুত সেই দোকানে হানা দেয়। দেখা যায় একাধিক বেলুনের প্যাকেটে আই লাভ পাকিস্তান লেখা বেলুন রয়েছে। পুলিশে এসে বেশ কিছু আই লাভ পাকিস্তান লেখা বেলুনের প্যাকেট বাজেয়াপ্ত করেছে। সমীর ও সানি নামে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি দিল্লির যে বাজার থেকে বেলুন কেনা হয়, সেই বাজারেও খোঁজখবর শুরু করেছে তারা।

Share
Published by
News Desk