সকালে ছোটদের মন ভাল করে রাতে চুরি, পাকড়াও কুখ্যাত বাদুড় গ্যাং
সকালে যারা ছোটদের মন ভাল করে দেয়, তারাই রাতে হয়ে ওঠে চোর। এরাই কুখ্যাত বাদুড় গ্যাং। এদের নাম বাদুড় গ্যাং হওয়ার পিছনেও রয়েছে কারণ।

অনেকদিন ধরেই চলছিল চুরি। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল। অবশেষে বাদুড় গ্যাংয়ের ৩ জন ধরা পড়ল। অনেক রাতে ৩ জনকে একটি মোড়ের মাথায় দেখে সন্দেহ হয় পুলিশের।
টহলরত পুলিশ আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ লক্ষ্য করে এদের পিঠে স্কুলের ছাত্ররা যেমন ব্যাগ ব্যাবহার করে তেমন ব্যাগ রয়েছে। তা ঘেঁটে দেখতে গিয়ে আধিকারিকরা দেখেন ব্যাগে কোনও বইখাতা নয়, আছে চুরি করার সামগ্রি।
যেমন লোহার রড কাটার যন্ত্র, তালা ভাঙার সরঞ্জাম এবং এমন অনেককিছু। তারা পুলিশের কাছে স্বীকারও করে যে গুজরাটের ভদোদরার ৪টি জায়গায় তারা চুরি করেছে।
এরা যে কুখ্যাত বাদুড় গ্যাং-এর সদস্য তা বুঝতে অসুবিধা হয়নি পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এই গ্যাংটি চুরি করে বেশ গুছিয়ে। প্রথমে তাদের দলের কয়েকজন বেলুন বিক্রেতা সেজে বিভিন্ন এলাকায় হাজির হয়।
সেখানে ছোটদের মন ভাল করা বেলুন বিক্রির অছিলায় তারা আসলে খবর নেয় কোন কোন বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে। এরপর তাদের অন্য একটি দল সেই তথ্যের ভিত্তিতে রাতে চুরি করে।
আবার যা চুরি করা হল তা নিয়ে পালানোর দায়িত্বে থাকে আরও একটি দল। যাতে একসঙ্গে পুরো দল ধরা না পড়ে সেজন্য এই বন্দোবস্ত। এই বাদুড় গ্যাংয়ের নাম বাদুড় গ্যাং হওয়ার কারণ হল এদের অধিকাংশ সদস্যের বুকে আঁকা বাদুড়ের ছবি।
এরা বুকে বাদুড়ের ছবি এঁকে ঘোরে। গুজরাটের ভদোদরা সহ বিভিন্ন এলাকায় একের পর এক চুরির সঙ্গে যুক্ত এই বাদুড় গ্যাংয়ের একটি অংশকে পাকড়াও করার পর পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।