National

বাগানে তাঁদের একান্তে দেখে ৭০-এর বৃদ্ধ ও ৬৫-র বৃদ্ধার বিয়ে দিলেন স্থানীয়রা

গ্রামেরই একটি বাগানের মধ্যে এক বৃদ্ধ ও বৃদ্ধাকে একান্তে দেখে ফেলেন গ্রামবাসীরা। তারপর তাঁদের ২ জনের বিয়ে দিয়ে দিলেন তাঁরা।

Published by
News Desk

ভালবাসার কোনও বয়স হয়না। সেটা ফের একবার প্রমাণ হল। প্রেম বয়স মানে না, জাতি ধর্ম মানে না। তাঁদের মধ্যে প্রেমটাও এভাবেই হয়েছিল। ৭ বছর ধরে তাঁদের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। ক্রমে তা জানাজানিও হয়ে যায়।

গ্রামের মানুষজন যে কিছু জানতেন না এমনটা নয়। এমনকি ২ জনেরই ছেলেমেয়ে, নাতি নাতনিরাও বিষয়টি জেনে ফেলেছিলেন। তবু হয়তো কোনও একটা লোকলজ্জার ভয়ে তাঁরা বিয়েটা করতে পারছিলেননা।

কয়েকদিন আগে তাঁরা একান্তে গ্রামেরই একটি বাগানে সময় কাটাচ্ছিলেন। যা দেখে ফেলেন গ্রামবাসীরা। ২ জনকে ধরে ফেলেন তাঁরা। তারপর পঞ্চায়েত ডাকা হয়।

পঞ্চায়েতে সকলের সিদ্ধান্তেই ২ জনের বিয়ের স্থির হয়। অমত করেননি ২ জনের কেউ। ঠকাই যাদব নামে ওই ৭০ বছরের বৃদ্ধের সঙ্গে ২০ বছর আগে স্বামীকে হারানো ৬৫ বছরের জগিয়া দেবীর বিয়ে হয়ে যায়।

সকলের সামনেই হয় মালাবদল। উপস্থিত ছিলেন ২ পরিবারের লোকজনও। বিহারের মধুবনীর এই প্রেম ও বিয়ে গোটা এলাকায় চর্চার বিষয় হতে সময় নেয়নি। কারও মতে এটা সমাজের জন্য খারাপ বার্তা দিল। কারও মতে প্রেমের বয়স হয়না।

তাঁরা একটা নতুন জীবন পেলেন। এই বয়সে সময় কাটানোর সঙ্গী পেলেন। তবে এ বিয়ে নিয়ে গ্রামের সকলে কিন্তু বেশ খুশিই। ২ জনের ৭ বছরের প্রেম যে এই বয়সে বিয়ের তকমা পেল সেটা ভাল চোখেই নিচ্ছেন সকলে।

Share
Published by
News Desk