নমোৎসব, ছবি - আইএএনএস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন, তাঁর ছোটবেলা থেকে জীবনের বিভিন্ন স্তর অধ্যায় পার করে ভারতের প্রধানমন্ত্রী হওয়া। বিশ্বে এক অন্যতম নেতা হয়ে ওঠা। এসব কিছুই মানুষের সামনে তুলে ধরা হল।
১৫০ জন শিল্পীর অক্লান্ত পরিশ্রমে তৈরি হয় এক অন্য আবহ। যা দর্শকদের মুগ্ধ করল। ২ ঘণ্টার এই অনুষ্ঠান একদম ভিন্ন ধারার ভাবনা ও সৃজনশীলতা দিয়ে তৈরি করা হয়েছিল।
গুজরাটি কবি সাই রাম দাভে-র পরিচালনায় পুরো অনুষ্ঠানটি হয়। যেখানে প্রধানমন্ত্রীর জীবনের সেরা মুহুর্তগুলো তুলে ধরা হয়। তাঁর নেতৃত্ব, নীতি সংস্কার এবং দেশের প্রতি ভালবাসা একের পর এক ফুটে উঠেছে। অনুষ্ঠানটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার পরিবেশনা।
মাল্টিমিডিয়াকে যেমন নানাভাবে কাজে লাগানো হয়, তেমনই শিল্পীরা তাঁদের অভিনয়ের মধ্যে দিয়ে সময়ের সরণিটি নিখুঁতভাবে তুলে ধরেন। এই নমোৎসব-কে একটি ঐতিহাসিক অনুষ্ঠান বলে ব্যাখ্যা করছেন উদ্যোক্তারা।
১৫০ জন মানুষের রাতদিন এক করা পরিশ্রম ও প্রধানমন্ত্রীর জীবন সম্বন্ধে বিস্তারিত গবেষণা এই অনুষ্ঠানকে অন্য রূপ দিয়েছিল। অপারেশন সিঁদুর যেমন এখানে জায়গা পেয়েছে, তেমনই জায়গা পেয়েছে প্রধানমন্ত্রীর নানা উন্নয়নমূলক প্রকল্প।
সুরাটের সারসানা কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠান তার নিজের জায়গায় অভিনব। যাঁরা দর্শক হিসাবে এসেছিলেন তাঁরাও ২ ঘণ্টার এই টানটান অনুষ্ঠানে বিভোর ছিলেন। ওই চত্বর জুড়ে মোদী মোদী ধ্বনিও তোলেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা