National

লালকেল্লার নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝেই সকলের সামনে চুরি হয়ে গেল দেড় কোটির কলস

লালকেল্লা মানেই একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মোড়া একটা জায়গা। সেখানেই একটি অনুষ্ঠানে সকলের সামনে দিয়ে দেড় কোটি টাকার কলস নিয়ে পুরোহিত সেজে পালাল চোর।

Published by
News Desk

লালকেল্লা মানে যেমন এক ইতিহাস, পর্যটকদের অন্যতম আকর্ষণ, তেমন লালকেল্লা মোড়া থাকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে। সেই লালকেল্লাতেই জৈন ধর্মাবলম্বীদের তরফ থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। যেখানে দিল্লির এক ধনী ব্যবসায়ীও উপস্থিত ছিলেন।

সুধীর কুমার জৈন নামে ওই ব্যক্তি ওই অনুষ্ঠান উপলক্ষে তাঁর পারিবারিক কিছু দুর্মূল্য বাসন নিয়ে গিয়েছিলেন। যার মধ্যে একটি সোনার কলস ছিল। যা তাঁর পরিবারে প্রজন্মান্তরে পরম্পরা হিসাবে রয়ে গিয়েছিল।

হিরে, পান্না ও চুনি খচিত সেই সোনার কলসটির দাম প্রায় দেড় কোটি টাকা। ৭৬০ গ্রাম সোনা এবং দেড়শো গ্রাম হিরে, পান্না ও চুনি রয়েছে ওই কলসটিতে।

কেবল দামি বলেই নয়, ওই কলস সুধীর কুমার জৈনের পরিবারের এক সম্পদ। যা তিনি এই উৎসব উপলক্ষেই বাড়ি থেকে বার করে নিয়ে এসেছিলেন।

সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীদের প্রাথমিক অনুমান কলস সহ কয়েকটি দামি বাসন চুরি যায় সকাল সাড়ে ৯টা নাগাদ। যখন লোকসভার স্পিকার ওম বিড়লা সেখানে উপস্থিত হয়েছিলেন।

তিনি আসায় তখন সকলেই ব্যস্ত হয়ে পড়েন। সেই সুযোগটাই কাজে লাগিয়ে দেখা যায় এক পুরোহিত বেশের ব্যক্তি একটি বড় ঝোলা নিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। পুলিশের অনুমান ওই ঝোলাতেই এই কলস ও অন্যান্য দামি বাসন ছিল।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই ব্যবসায়ী যেমন পারিবারিক সোনার কলসটি খুইয়ে ভেঙে পড়েছেন, তেমন পুলিশের ওপর আস্থাও রাখছেন। তাঁর আশা, পুলিশ তাঁর কলস ঠিক খুঁজে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk