National

ভারতের মাটিতে গ্রীষ্মে তুষারপাত, গ্রীষ্মকালীন উৎসবে গিয়ে বরফ দেখে অবাক মন্ত্রীও

ভারতে এখন বর্ষার সময়। বৃষ্টি থামলেই ভ্যাপসা গরম। সেখানে ভারতেরই এক প্রান্তে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন উৎসবে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু পেলেন তুষারপাত।

গ্রীষ্মের উৎসবে তুষারপাত! এ কেমন কাণ্ড! কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু উৎসবে শামিল হতে গিয়ে পড়লেন তুষারপাতের মধ্যে। সাদা হয়ে গেল চারধার। বরফের স্তর পুরু হল সর্বত্র।

কিন্তু এই অগাস্ট মাসে গ্রীষ্মকালীন উৎসবের আয়োজনে শামিল হতে গিয়ে কিনা পড়তে হল তুষারপাতের মধ্যে! তিনি নিজেই হতবাক! এমনটা যে হতে পারে সেটাই কল্পনা করতে পারেননি তিনি।

এই সময়টা ভারতজুড়েই বর্ষা আর ভ্যাপসা গরমের মধ্যে কাটছে। মানুষ নাজেহাল। সেখানে লাদাখে মরসুমের প্রথম তুষারপাত দেখা গেল। যা বেশ অস্বাভাবিক। অগাস্টেই তুষারপাত হল।


লাদাখের সুরু উপত্যকায় সুরু সামার ফেস্টিভাল শুরু হয়েছে। এই গ্রীষ্মকালীন উৎসবের প্রধান অতিথি হিসাবে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে ছিলেন লাদাখের উপ-রাজ্যপাল কবিন্দর গুপ্তা।

গ্রীষ্মকালীন উৎসব অথচ হচ্ছে তুষারপাত। যা দেখে কিরেণ রিজিজু বেশ অবাক হয়ে যান। আবার এই তুষারপাতের জেরে বদলে যাওয়া চারধার তাঁর মন ভাল করে দেয়। তাই তাঁর সেই একাধারে অবাক হওয়া ও ভাল লাগার অভিজ্ঞতা তিনি ভাগ করে নিয়েছেন তাঁর এক্স হ্যান্ডলে।

জম্মু কাশ্মীর এখন বৃষ্টিতে ভেসে যাচ্ছে। অনেক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর তার মধ্যেই লাগোয়া লাদাখে হল তুষারপাত। সুরু গ্রীষ্মকালীন উৎসবের মধ্যেই এই মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী হলেন সেখানকার মানুষজন। তুষারপাত হয়েছে লাদাখের লেহ, কার্গিলেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *