নোরা ফাতেহির মত হতে হবে, খাবার বন্ধ, স্ত্রীকে ৩ ঘণ্টা করে জিম করতে বাধ্য করলেন স্বামী
স্ত্রীর চেহারা কেন নোরা ফাতেহির মত নয়। তার জন্য গঞ্জনার শেষ রাখলেন না স্বামী। প্রতিদিন ৩ ঘণ্টা করে জিম করতে বাধ্য করলেন স্ত্রীকে। দিলেন গর্ভ নিরোধক ওষুধ।

বলিউড তারকা নোরা ফাতেহির দৈহিক গঠন তাঁর দারুণ পছন্দ। তাই তাঁর স্ত্রীর ওপর রাগ। তাঁর স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মত। ওরকম চেহারা চাই। বিয়ের পরদিন থেকে এ নিয়ে স্বামীর কাছে দিনরাত গঞ্জনা শুনতে হয়েছে তাঁকে।
তাঁর সঙ্গে সময় না কাটিয়ে তাঁর স্বামী বরং তাঁর ওপর কার্যত মানসিক অত্যাচার শুরু করেন। তাঁর ওজন দ্রুত কম করে নোরা ফাতেহির মত করতে খাওয়া কম করে দেন। কখনও খেতেও দিতেন না। তার ওপর প্রতিদিন ৩ ঘণ্টা করে জিম করতে বাধ্য করা হয় ওই তরুণীকে।
এই অত্যাচার সহ্য করতে পারছিলেননা তিনি। কিন্তু তাও মুখ বুজে সহ্য করছিলেন। এর মধ্যেই তিনি গর্ভবতী হন। সেটা জানার পর শ্বশুরবাড়িতে কোনও উৎসাহ ছিলনা। বরং তাঁর স্বামী তাঁকে একদিন একটি ওষুধ খাওয়ান।
পরে তরুণী ইন্টারনেটে সার্চ করে দেখেন সেটি ছিল গর্ভপাতের ওষুধ। ফলে তাঁর গর্ভপাত হয়ে যায়। এই পর্যায়ে পৌঁছে যাওয়া অত্যাচার আর সহ্য করতে পারেননি ওই তরুণী। তিনি অবশেষে পুলিশের দ্বারস্থ হন।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ওই তরুণী থানায় গিয়ে পুরো ঘটনার কথা বলে অভিযোগ দায়ের করেন। ওই তরুণী এও দাবি করেন যে তাঁর বিয়েতে তাঁর পরিবার প্রায় ৭৬ লক্ষ টাকা খরচ করেছে।
দামি গাড়ি থেকে ১০ লক্ষ টাকা নগদ, বহুমূল্যের গয়না সবই দিয়েছিল। তারপরেও তাঁর ওপর আরও টাকা আনার জন্যও চাপ দিতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
তরুণী জানিয়েছেন তাঁর স্বামী পেশায় একটি সরকারি স্কুলের শারীরশিক্ষার শিক্ষক। যাঁর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছেন ওই তরুণী। স্ত্রীর নোরা ফাতেহির মত চেহারা চেয়ে এই অত্যাচারের ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেকেই হতবাক হয়ে গেছেন।