পুকুরের তলায় জুরাসিক যুগের জীবাশ্ম, বদলে যেতে পারে প্রাগৈতিহাসিক ভারতের ধারনা
এ জীবাশ্ম যে ভারতে পাওয়া যেতে পারে সেটাই বিশ্বাস করে উঠতে পারছেন না বিশেষজ্ঞেরা। যা পাওয়া গেল তা ভারতের প্রাগৈতিহাসিক সময় সম্বন্ধে ধারনাই বদলে দিতে পারে।

পুকুরের তলায় এবং চারধারে চলছিল প্রত্নতাত্ত্বিক খোঁজ। যা করতে গিয়ে মাটিও কাটতে হয়। আর তখনই তার তলা থেকে বেরিয়ে আসে এক জীবাশ্ম। বিজ্ঞানীরা যা দেখার পর নিজেদের চোখকে বিশ্বাস করাতে সময় নিয়েছেন।
আনুমানিক ১৮ কোটি বছর আগের এক প্রাণির জীবাশ্ম দেখতে পান তাঁরা। যা জুরাসিক যুগে দিব্যি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত। তা যে ভারতের মাটিতে পাওয়া যাওয়া সম্ভব তা কেউ ভাবতে পারেননি।
মরুরাজ্য রাজস্থানের জয়সলমীরের মেঘা গ্রামে এই জীবাশ্ম পাওয়ার পর থেকে প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক, সাংবাদিক থেকে সাধারণ মানুষের ভিড় জমেছে। কারণ যে জীবাশ্ম উদ্ধার হয়েছে তা ডাইনোসরের বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
এ ডাইনোসর উড়ন্ত ডাইনোসর। যার ডানা, শিরদাঁড়া থেকে একটা অবয়বের পূর্ণ জীবাশ্ম সামনে এসেছে। যা দেখার পর বিজ্ঞানীরা নিশ্চিত যে সে সময় এখানে এমন ডাইনোসর উড়ে বেড়াত।
এখন যেখানে থর মরুভূমি সেখানে ১৮ কোটি বছর আগে উড়ন্ত ডাইনোসরের বাস ছিল। এটা ভারতের প্রাগৈতিহাসিক যুগ সম্বন্ধে এতদিনের ধারনাই বদলে দেবে। বিজ্ঞানীরা এই আবিষ্কার নিয়ে আপ্লুত।
এই খোঁজ ভারতের প্রাগৈতিহাসিক সময় সম্বন্ধে আরও অনেক নতুন তথ্য দেবে বলেই মনে করছেন তাঁরা। সেই সঙ্গে একটা উড়ন্ত ডাইনোসরের জীবাশ্ম যখন পাওয়া গেছে তখন এখানে আরও এমন জীবাশ্মের সন্ধান পাওয়া যেতে পারে বলেই আশাবাদী বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা