জলের তলায় শহর, ত্রাতা হয়ে হাজির স্পাইডার-ম্যান, চেষ্টা করলেন জল নামানোর
একটা শহর ৩ দিন ধরে বানভাসি। জলের তলায় হারিয়ে যাওয়া শহরের পথঘাট। সেখানেই বৃষ্টি মাথায় করে হাজির হলেন স্পাইডার-ম্যান। চেষ্টা করলেন জল নামানোরও।

শহর স্তব্ধ করে দেওয়া বৃষ্টি কার্যত থামিয়ে দিয়েছে জীবনের গতি। জলের জন্য রাস্তায় গাড়ি নেই। ট্রেন আংশিক বন্ধ। বিমান চলাচল বিপর্যস্ত। টানা ২ দিন পার করে চলা এমন এক অবস্থায় যখন গোটা শহরের মানুষ চিন্তায় তখন সেই বানভাসি রাস্তায় দেখা দিল স্পাইডার-ম্যান।
মাথায় ছাতা নিয়ে সে হাজির হল। শহরের জলে ভরা রাস্তায় স্পাইডার-ম্যানকে দেখে হতবাক হয়ে যান সকলে। যে কজন মানুষ ছিলেন আশপাশে তাঁরা অনেকেই মোবাইলের ক্যামেরায় স্পাইডার-ম্যানকে ফ্রেমবন্দি করতে থাকেন।
স্পাইডার-ম্যানের অবশ্য ভ্রুক্ষেপ নেই। সে রাস্তার জমা জল যাতে সরে যায় তার জন্য জঞ্জালে আটকে যাওয়া ঝাঁঝরি পরিস্কার করতে ব্যস্ত। জলের তলায় যে নিকাশি নালার মুখ রয়েছে, সেখানে জমে যাওয়া জঞ্জাল ডান্ডা দিয়ে টেনে ফেলে দিচ্ছে।
আবার সাফাইয়ের ডান্ডা দিয়ে ঝাঁঝরি সাফ করছে। দেখতে পাচ্ছেনা কোথায় জঞ্জাল। আন্দাজেই জলের তলায় হাতরে চলেছে। তবে চেষ্টায় ত্রুটি রাখছে না। মুম্বইয়ের বানভাসি রাস্তায় স্পাইডার-ম্যান ওই প্রতিকূল সময়েও মানুষের মন ভাল করে দেয়।
মুম্বইয়ের এই স্পাইডার-ম্যান অবশ্য কমিকসের সেই স্পাইডার-ম্যান নন, তিনি স্পাইডার-ম্যানের পোশাকে এক স্থানীয় যুবক। যিনি ভিওয়ান্ডি বাজার এলাকায় অমন নজরকাড়া পোশাকে হাজির হয়ে সব ফোকাস কেড়ে নেন। খবরের শিরোনামে জায়গা করে নিতে তাঁর অসুবিধা হয়নি। ভারত জুড়েই মুম্বইয়ের নিজস্ব এই স্পাইডার-ম্যানের কথা ছড়িয়ে পড়ে।