National

ব্রিটিশদের ভয়ে দেশ ছাড়েন সুভাষচন্দ্র বসু, একি লেখা হল শিক্ষকদের হ্যান্ডবুকে

চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য শিক্ষকদের যে হ্যান্ডবুক বিতরণ করা হয়েছিল তাতে লেখা ছিল সুভাষচন্দ্র বসু দেশ ছেড়েছিলেন ব্রিটিশদের ভয়ে। দেখার পরই শুরু চাঞ্চল্য।

Published by
News Desk

শিক্ষকরা ছাত্রছাত্রীদের যা পড়ান তার গতি নির্ণয় করে দেয় শিক্ষকদের দেওয়া শিক্ষা দফতরের হ্যান্ডবুক। যা অনেক রাজ্যেই প্রচলিত পদ্ধতি। শিক্ষকরা সেই হ্যান্ডবুক হাতে পান। সেই হ্যান্ডবুক ধরে ছাত্রদের পড়ান।

চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য এমনই একটি হ্যান্ডবুক কেরালার শিক্ষা দফতর থেকে বিতরণ করা হয়েছিল শিক্ষকদের হাতে। সেই বইতে একটি জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে লেখা ছিল।

যেখানে নেতাজি সম্বন্ধে অন্যান্য অনেক তথ্যের সঙ্গে এটাও লেখা হয় যে ব্রিটিশদের ভয় পেয়ে নাকি দেশ ছেড়ে জার্মানি চলে যান সুভাষচন্দ্র বসু। এই বই হাতে পাওয়ার পর পড়তে গিয়ে খটকা লাগে শিক্ষকদেরই। তাঁরা বিষয়টি দ্রুত শিক্ষা দফতরকে জানান।

কেরালার শিক্ষা দফতর বইগুলি খতিয়ে দেখার পর সেগুলি ফেরত নিয়ে নেয়। তারপর ব্রিটিশদের ভয় পেয়ে দেশ ছেড়েছিলেন সুভাষচন্দ্র বসু এই লাইনটি পরিবর্তন করে নতুন করে বই পাঠানো হয় শিক্ষকদের কাছে।

কিন্তু এমন ভয়ংকর ভুল হয় কীভাবে? কারা এর সঙ্গে যুক্ত? বিষয়টি নিয়ে বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। প্রবল সমালোচনার মুখে পড়েছে কেরালার শিক্ষা দফতরের স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বিভাগ।

সমালোচনার মুখে পড়ে কীভাবে এমন কথা সুভাষচন্দ্র বসু সম্বন্ধে লেখা হল তার তদন্ত শুরু করেছে কেরালার স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বিভাগ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk