National

নাম থেকে মুছে গেল পাকিস্তান, সেখানে বসল হিন্দুস্তানি, কোথায় হল এই বদল

এদেশের বুকেই এক জায়গার নাম থেকে মুছে গেল পাকিস্তান। সেখানে পাকিস্তান মুছে বসে গেল হিন্দুস্তানি। নাম পরিবর্তনে স্থানীয়দের জন্য বসল ক্যাম্প।

১৯৪৭ সালে অধুনা পাকিস্তানের সিন্ধ থেকে অনেক সিন্ধি হিন্দু শরণার্থী হয়ে ভারতে চলে আসেন। তাঁরা ভারতে এসে কলোনি তৈরি করে বসবাস করছিলেন। দেশভাগের পর ১৯৪৭ সালে এমনই একটি কলোনি তৈরি হয় গুজরাটের সুরাটের রামনগরে।

সেই কলোনিটির একটি অংশ স্থানীয়ভাবে রাতারাতি পরিচিতি পায় ‘পাকিস্তান মহল্লা’ নামে। পাকিস্তান থেকে আসা শরণার্থীদের বসবাস হওয়ায় লোকমুখে এই নামটা ছড়াতে থাকে। খুব অল্প সময়ের মধ্যে এই জায়গার নাম পাকিস্তান মহল্লা হয়ে যায়।

এরপর সময় এগিয়েছে। বিভিন্ন সময়ে ওই নাম বদলের হিড়িকও উঠেছে। কিন্তু নাম বদল হয়নি। অবশেষে সেই নাম গেল বদলে। একেবারে আনুষ্ঠানিকভাবে এই নাম বদল হল।


ভারতের স্বাধীনতার পর থেকে চলে আসা সেই পাকিস্তান মহল্লা এবার নতুন নাম পেল। হয়ে গেল হিন্দুস্তানি মহল্লা। সুরাট পশ্চিমের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী এই নাম বদলে মুখ্য ভূমিকা নিলেন। ৭৯ তম স্বাধীনতা দিবসের দিনই পাকিস্তান মহল্লা মুছে এই জায়গার নাম হল হিন্দুস্তানি মহল্লা। একদম নতুন পরিচিতি পেল এই এলাকা।

এই নাম বদলের পর অবশ্য স্থানীয় মানুষের আধার কার্ড থেকে ভোটার কার্ড, রেশন কার্ড সহ অন্যান্য নথিতে এই নাম বদলের প্রয়োজন হয়ে পড়ল। এজন্য একাধিক ক্যাম্প ওই অঞ্চলে বসতে চলেছে। যেখানে স্থানীয় মানুষদের সব নথিতে এই নাম বদল করা হবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *